পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ8Ꭹ হিয়া আপনার মিলনের নিয়ম স্থির করিতে চাহ। কিন্তু ইহা অসঙ্গত, যেহেতুক ঈশ্বর তোমাদের সমান নহেন । প্রধান কারণ এই, তোমরা পাপ ত্যাগ করিতে চাহ না । ৫ । ঈশ্বর তোমাদের সহিত মিলিত হক্টতে প্রস্তুত আছেন । তিনি পাপি লোকের মৃত্যু ও সৰ্ব্বনাশ চাহেন না। তিনি আপন সাধ্যানুসারে মিলনের উপায় করিয়া তোমাদের তাবৎ অপরাধের ভার যীশু গ্রীষ্টের উপরে রাথিয় তোমাদের রক্ষার্থে তাহাকে দণ্ড দিয়াছেন, এবণ তোমরা যদি এই নিয়ম গ্রাহ্য করিয়া প্রভূ যীশু খ্রীষ্টেতে বিশ্বাস কর, তবে মিলন হইবে । তিনি বলেতে তোমাদিগকে আপনার বন্ধু করেন না, কিন্তু তোমরা সেন তাহার প্রিয়পাত্ৰ হইতে সম্ম ত,ছ ও, এই জন্যে তিনি দয়াপূৰ্ব্বক তোমাদেৱ পশ্চাতে ২ গমন করিয়া সুসমাচার প্রচারকদের বাক্যদ্বারা এই বিনতি করিতেছেন, তোমর। আমার সহিত সম্মিলিত হও । দেখ, তিনি এক্ট ক্ষণেই তোমাদের এষ্ট দেশ পৰ্য্যন্ত তোমঃদের পশ্চাতে আসিয। এমত বিনতি করিতেছেন । ৬ । প্রভূ যীশু গ্রীষ্টও এমত বিনয় করিতেছেন। ঘিনি ক্রুশে হত হইয়াছিলেন, তাহশর অপূঞ্জ প্রেম’কি তোমরা তুচ্ছজান করিব ?