পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তিনি প্রভূর এই বাক্য স্মরণ করুন, যে কেহ আমার নিমিত্তে সকলই ত্যাগ না করে সে আমার যোগ্য নয় । উপদেশক প্রথমতঃ নিজে স্বগীয় সুথের স্বাদ গ্রহণ করিয়া পরে অন্যকে তদবিষয়ক উপদেশ দিউন। ১ ১—প্রচারকের উপদেশ যেমন শত ২ লোক শুনিতেছে, তদ্রুপ তাহার আচার ব্যবহার সহসু ২ লোক দেখিতেছে, ইহা জানিয়া প্রচারক কেবল আপনার উপদেশ মনোহর ৰাক্যেতে সাজাইতে চেষ্টা না পাইয়। সদাচরণদ্বারা মনুষ্যদিগকে উপদেশ দিউন ; কেননা প্রভূ, কহিয়াছেন, তোমাদের আচার ব্যবহারদ্বারা তোমাদের স্বৰ্গস্থ পিতার ধন্যবাদ হউক । ১২—প্রচারকের ইহা স্মরণ করা কত্তব্য, যে আমি যে সেবাকার্য্যের ভার পাইয়াছি, তাহ আলস্যে সাণসারিক সুখাভিলাষ পরিপূর্ণ করিতে নয়, পরন্তু সন্ধান্তঃকরণে ধৰ্ম্মের ও ঈশ্বররাজ্যের বৃদ্ধার্থে পাইয়াছি। আমাদের প্রভু এ জগতীয় সুখাভিলাষের চেষ্টা না করিয়া ঈশ্বররাজ্যের বৃদ্ধির চেষ্টা করিলেন । ১৩–প্রচারকের। যদি সমস্ত অন্তঃকরণে ও সমস্ত প্রাণে আগুন ২ হস্তগত কাৰ্য্য সাধন করেন, তবে তাহাদেয় জন্যে আহ! কি চমৎকার পুরস্কার রক্ষিত আছে। ফলতঃ তাহারণ যদি এক ২ জন পাপিকে ফিরান, তৰে আকাশস্থ তারার ন্যায় দীপ্তি পাইবেন। অতএব প্রচারকের ধৰ্ম্মপুস্তুকের উপদেশে ধ্যান যোগে মগ্ন হউন ও নিত্য ২ প্রার্থনাদ্বারা ঈশ্বরের নিকটহইতে উপকার যাত্রা করিয়া আপনু কাৰ্য সমুন্ন করুন।