পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉ケー● নিকটে চেতন চাহ, ও সে দিলে তাহা গ্রহণ কর, রাগে তুচ্ছ জ্ঞান করিও না । ২। ভুাতাকে চেতনা দেওয়া তোমার কৰ্ত্তব্য । ৩ । এষ্ট প্রকার চেতনা বার ২ দিতে ও গ্রহণ করিতে সম্মত হও । . আর তদ্বিষয়ে বিলম্ব করা ভাল নহে | আদ্যকার দিনের কথা হইতেছে । আর তদ্বিষয়ে ক্লান্ত হওয়া অনুচিত । 8 Ç, (৬৫) ইন্দ্রীয় 8 ; а অদ্য তোমর! যদি তাহার কথা শুনিতে ইচ্ছা কর, তবে আপন > অন্তঃকরণ কঠিন কfরও না । e প্রথম ভাগ। এই পরামর্শ কাহাকে দেওয়া যায় ? ১ । চেতনাপ্রাপ্ত পাপিদিগকে । (১) তাহারা অনেক দিন পর্য্যন্ত ঈশ্বরের কথা শুনিতে, অর্থাৎ তাহার নিমন্ত্রণ ও র্তাহার আজ্ঞা গ্রাহ্য করিতে অসম্মত ছিল । (২) কিন্তু সন্তুতি তাহার। তাহার সেই নিমন্ত্রণ ও আজ্ঞা গ্রাহ্য করিতে সম্মত আছে, এব^ আপনাদের সেই ইচ্ছা প্রকাশ করিতেছে। ২ । চেতনাপ্রাপ্ত চঞ্চল খ্ৰীষ্টীয়ান লোকদিগকে । (১) তাহার। দীর্ঘকাল পর্যন্ত মনের চাঞ্চল প্রযুক্ত ঈশ্বরের সেবা ত্যাগ করিয়াছিল ও র্তা হার বাক্য অবহেলা করিয়াছিল । w