পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やレー ২ । প্রত্যেক ধাৰ্ম্মিক লোকের মন কোন ২ সময়ে ঐ বিধবাস্বরূপ হয়, ফলতঃ সে, (১) শোকান্বিত, অর্থাৎ নানা দুঃখপ্রযুক্ত শোকান্বিত হয় । (২) শত্ৰুদ্বারা ক্লিষ্ট, অর্থাৎ নিজ মন্দ অভিলাষ, এব^ দুষ্ট লোক এব^ শয়তান, এই সকলদ্বার। ক্লিষ্ট হয়। (৩) দুৰ্ব্বল হয় । আমরা সকলে বলহীন । আর এমন সময়ে ঈশ্বর কখনো ২ অন্যায়ি বিচার কত্তাস্বরূপ বোধ হন, অর্থাৎ তিনি অন্যায়কারী নহেন, কিন্তু মানুষ তাহার বিষয়ে সন্দেহ করে, কেন না, t (১) দুষ্ট লোকের ঐহিক সুখ হয়, এবণ ধামুক লোকের ঐহিক দুঃথ হয় । - (২) প্রার্থনার ফল অনেক দিন পর্য্যন্ত প্রকাশ *itं न' ।। o দ্বিতীয় ভাগ । এমন সময়ে ঐ বিধবার ন্যায় প্রার্থন। > & কর। বিশ্বাসি লোকের কৰ্ত্তব্য । সেই বিধবা বিচারকত্তার নিকটে কাদিল, অর্থাৎ স্লষ্ট কথা দ্বার। আপন দুঃথ তাহাকে জানাইল । ঈশ্বরের নিকটে মনের কথা জ্ঞাত করাই প্রার্থন । সেই কথা পুকাশ করণার্থে বক্তৃত্বের আবশ্যক নয় ; ঐ বিধবার ন্যায় কাদিলে হয়। t সেই বিধবা ক্লান্ত হইল না, কিন্তু বার ২ নিবেদন করিত। অনবরত প্রার্থনা করা আমাদের ও