পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գօ \ S. )* ক্রু শ বন্ধ চোর। লুক ২৩ : ৩১ ৪৩। প্রভূ যীশু খ্ৰীষ্ট যখন কুশে টাঙ্গান ছিলেন, তখন দুঃথসাগরে ময় ভষ্টয়া ও পরের প্রতি প্রেম প্রকাশ করিলেন, বিশেষতঃ তৎকালেও পাপি লোককে পরিত্রাণ দিতে প্রস্তুত ও পালক ছিলেন । প্রথম ভাগ। ঐ ক্রুশে বদ্ধ চোর অতি পাপিষ্ঠ লোক ছিল। ১ । সে এক জন দসু্য অর্থাৎ ডাকাইত ছিল । ২ । তাহাতে বোধ হয় অনেক বৎসর পর্য্যন্ত দসু্য বুজি করিয়া অনেক মনুষ্যকে বধ করিয়াছিল । ৩। ক্রুশে টাঙ্গান হইলেও সেই ব্যক্তি প্রভূ যীশ্ব গ্রীষ্টের নিন্দ করিয়াছিল মথি ২৭ ; ৪৪। মাক * d ; 9१ ! দ্বিতীয় ভাগ। 'মরণের কিঞ্চিৎ কাল পূবে সেই ব্যক্তি মন ফিরাষ্টল, ইহার প্রমাণ । ১ । লে আপনাকে পাপিষ্ঠ জানিয়া আপন আ - র ধ স্বীকার করিল। লুক ২৩ : ৪১ ৷ ২ । সে খৃষ্টকে ক্রুশে টাঙ্গান দেথিযাও তাহাতে বিশ্বাস করিল। (১) গ্রীষ্ট আমাকে পরিত্রাণ দিতে পারেন, ইহা মনে স্থিয় করিল। (২) তিনি নিষপাপ হইয়া ও পাপিষ্ঠ ষে আমি, আমাকে গ্রাহ্য করবেন, এমন ভরসা করিল। ৩ । সে নমুতা পূৰ্ব্বক অল্প কথাম্বারা গুষ্টের নিকটে পরিত্রাণ প্রার্থনা করিল।