পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

レーう দ্বিতীয় ভাগ। পৌল ঈশ্বরের সেবা করিত, ইহার প্রমাণ । ১ । সে যাজকের ন্যায় ঈশ্বরের নিকটে প্রার্থনা ও , তাহার প্রশ৭সা করিক্ত । , ২ । সে পুত্রের ন্যায় আপন পিতা ঈশ্বরের আ জ্ঞাবহ ছিল । ৩। সে বিশ্বস্তু দাসের ন্যায় ঈশ্বরের আদেশানুসারে আপন বিশেষ কৰ্ম্ম করিত । তৃতীয় ভাগ। পৌলের সৌভাগ্য। ১ । ঈশ্বর তাহাকে আপনার লোক জানিয়া তাহার প্রতি মনোযোগ করিতেন । ২ । ঈশ্বরের স্বভাৰ জাজু হওয়াতে পৈৗল আশঙ্কার সময়েও স্থিরমনা থাকিল। ৩। ঈশ্বর তাহার অনুরোধে ও তাহার দ্বারা আরও অনেক লোকের প্রতি দয়া করিলেন। (> ○) মথি ও ; ৯ । হে আমাদের স্বগন্থ পিতঃ। প্রভুর উপদিষ্ট প্রার্থনা আমাদের প্রার্থনার নমুন। জানিয়া-বিবেচনা করা কৰ্ত্তব্য । ১ । পিতা ঈশ্বরের নিকটে পুত্রের নামে প্রার্থনা .কর। চলিত ধারা বটে, তথাপি আমরা বিশেষ সময়ে পুত্রের নিকটে এব৯ পৰিত্ৰ জাত্মার নিকটেও প্রার্থনা করিতে পারি। te