পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-8 (৩) পবিত্র আত্মাম্বারা অনেক পাপি লোকদের মন ফিরাওন। দ্বিতীয় অভিপ্রায়, সকলে ষেন ঈশ্বরকে মানে। ১। অনেকে ঈশ্বরকে মানে না, ইহার প্রমাণ । (১) অনেকে মিথ্যাদেবতাকে মানে । (২) অনেকে ঈশ্বরের সেবা কিছুমাত্র করে না। (৩) অনেকে কেৰল ৰাহ্যৰূপে তাহার সেবা করে । ( ৪ ) অনেকে ঈশ্বরের নাম উচ্চারণের সময়ে সমাদর পূর্বক তাহ করে না। (৫) অনেকে আপনাদিগকে ঈশ্বরের লোক বলিয়া মন্দ আচরণদ্বারা তাহার অপমান করে। অতএব আমরা ইহা প্রার্থনা করি । (১) সকলে যেন ঈশ্বরকে সমাদর করিতে শিথে। (২) সকলে যেন তাহার ভজনা করে। (৩) সকলে যেন তাহার আজ্ঞাবহ হয়। -- (৪) যাহার। তাহার লোক, তাহার। ষেন সদা চরণ করে | তৃতীয় ভাগ। এমত প্রার্থনা কেন করা যায় ? ১ । ঈশ্বরের প্রতি প্রেমেতে, অর্থাৎ তাহার অপমান যেন না হয়, এই চেষ্টাতে । ২। মনুষ্যের প্রতি প্রেমেতে, অর্থাৎ তাহারা যেন অপরাধী ও দণ্ডনীয় না হয়, এই চেষ্টাতে।