পাতা:স্ত্রী-রোগ.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4 b* স্ত্রী-রোগ । টেণ্ট প্রয়োগ জন্ত জরায়ু বা তাহার, আবরক ঝিল্লির প্রদাহ, বস্তিগহবরে রক্ত-সঞ্চয়, পুয়-সঞ্চয়, জরায়ু শূল, মূৰ্ছ, আক্ষেপ, এবং অৰসন্নাবস্থা উপস্থিত হইতে পারে। আমি ঐরূপ অনেক ঘটনা প্রত্যক্ষ করিয়াছি। সতর্কভাবে ক্রমে ক্রমে টেণ্ট ব্যবহার করিলে যদিও বিপদূের ২৪শ চিত্র। ল্যামিনেরিয়া টেণ্ট । ২৫শ চিত্র । টাপেলেt টেণ্ট । সম্ভাবন কম তথাচ বিপদাশঙ্ক বিস্তুত হওয়া আমুচিত। টেণ্ট প্রয়োগ জগু বিবমিষ, বমন, ধমনী-স্পন্দন ও দৈহিক-উত্তাপার্থিক্য অতি সাধা রণ ঘটনা । সন্দেহযুক্ত স্থলে অল্প সময়ের জন্ত টেণ্ট প্রয়োগ বন্ধ রাখিয়া । উত্তেজন হ্রাস করার জন্ত যত্ন করা আবশ্যক । , * ল্যামিনেরিয়া টেণ্ট প্রয়োগের পূৰ্ব্বে তাহ অষ্টাহ কাল-নিম্নলিখিত দ্রবে নিমজ্জিত করিয়া রাখিলে পচনোৎপরের কোন আশঙ্কা থাকে না । এইরূপ টেন্ট ২৪ ঘণ্টা কাল জরায়ু-গ্রীৰায় রাখা যাইতে পারে । কোকেন মিশ্রিত থাকায় স্থানিক চৈতন্তহারক ক্রিয়াও প্রকাশ হয় ।