পাতা:স্ত্রী-রোগ.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোগ-পরীক্ষণ । ۹ون চৈতন্যহারক (Anaesthetic) ঔষধ—পরীক্ষা এবং অস্ত্রোপচার উভয় উদ্দেশুেই আবগুক হইতে পারে । সরলান্ত্র এবং ফ্যাণ্টোম অৰ্ব্বদ পরীক্ষার জন্য, উদরগহ্বরের প্রাচীর কঠিন ও কোনরূপ স্বায়বীয় উত্তেজনা বর্তমান থাকিলে, বেদনার জন্য পরীক্ষার বিঘ্ন হুইলে, দীর্ঘকাল রোগের যন্ত্রণায় অবসন্ন হইয় পড়িলে, এবং অল্পবয়স্কাদিগের পরীক্ষার জন্ত চৈতন্যহারক ঔষধ প্রয়োগ পুৰ্ব্বক পরীক্ষা এবং অস্ত্রোপচার উভয়ই সম্পাদন করিতে হয়। উদরগহবরে অত্যধিক মেদ বা বায়ু সঞ্চয় জন্ত পরীক্ষার প্রতিবন্ধকতা উপস্থিত হয়। এরূপ স্থলে বন্তি এবং উদরগহবরের যন্ত্রাণির অবস্থা বিশেষরূপে অবগত হইতে হইলে সংজ্ঞা নাশ করা উচিত । ক্লোরফরম প্রয়োগ করিতে হইলে পূৰ্ব্বে ফুসফুস ও হৃৎপিণ্ড পরীক্ষা করা এবং প্রয়োগ সময়ে পাকস্থলী শূন্ত থাক। আবশুক। কেঃ কেই ক্লোরফবম প্রয়োগের কিছুকাল পূৰ্ব্বে অল্পমাত্রায় ব্র্যাওঁী পান করাষ্টতে বলেন। মুখমধ্যে কৃত্রিম দস্তাদি থাকিলে তাহ বহির্গত ও অঙ্গের সমস্ত বস্ত্র শিথিল অবস্থায় রাথিতে হয়। প্রয়োগ সময়ে শ্বাস প্রশ্বাস, ধমনীম্পন্ন এবং মস্তিষ্কের শোণিত সঞ্চালনের প্রতি বিশেষ লক্ষ্য রাখিতে হইবে । শোণিত সঞ্চালনের বিঘ্নের লক্ষণের মধ্যে প্রথমে মুখমণ্ডলের বিবর্ণত উপস্থিত হয়। ইহার কোন একটর কুলক্ষণ উপস্থিত মাত্র তৎক্ষণাৎ ক্লোরফরম প্রয়োগ বন্ধ করতঃ প্রতিবিধান জন্ত সতর্ক হওয়া উচিত । শ্বাস-রোধের উপক্রমমাত্র নিম্ন-গুম্বস্থি উহোলিত করা আবগুক, এই ঘটনায় হাষ্টয়ইড় অস্তিও উখিত হয় । কর্ণের অধোদিকে, উক্ত অস্থিল শাখার পশ্চাদকে অস্কুলী দ্বারা সঞ্চাপ দিয়া তাঙ্গ উদ্ধ ও সন্মুখাভিমুখে উঠাইবে । নিউইয়র্কের অধ্যাপক হাওয়ার্ডের মতে গ্রীব এবং মস্তক সটান করাই হাইস্কুইড অস্থি এবং এপিগ্লটিস উত্তোলন করার পক্ষে উৎকৃষ্ট নিয়ম । শয্যার এক পার্শ্বে এরূপ ভাবে মন্তক আনয়ন করিবে যে, গ্রীবার নিম্ন