পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ని సెఱ স্ত্রী-রোগ । পূৰ্ব্ব হইতে বারণের হাইড্রোষ্ট্রেটিক্যাঙ্গ মারা ঘোনি প্রসাৱিত করা উচিত। অস্ত্রোপচারের পূর্ব রজনীতে এক মাত্রা পটাশ ৰোমাইড ব্যবস্থা করা উচিত। উপযুক্ত শয্যায় আলোকের সম্মুখে উত্তানভাবে শয়ান করাইয়া অঙ্গুলী কিম্বা খাচযুক্ত ডাইরেক্টার দ্বারা পলিপসের বুপ্তের শেষাংশে তার পরাইয়া দিয়া এক্রেজিয়ার যতদূর সম্ভব পলিপসের । বুস্তের শেষাংশ পর্য্যস্ত প্রবেশ করাইবে । পলিপসের বৃস্ত উত্তমরূপে পরিবেষ্টিত হইলে তার ক্রমে ক্রমে কষিতে হইবে । এই সময় छब्रांडूत्र প্রাচীর আহত না হয়, অথচ পলিপসের বৃঞ্জের শেষ অংশ পৰ্য্যস্ত কৰ্ত্তিত । হয়, তদ্রুপ যত্ন করা আবখ্যক । তৎপর নিয়মিত প্রণালীতে ধীরে ধীরে এক্রেজিয়ারের তার কষিলেই পলিপস্ কৰ্ত্তিত হইয়া বহির্গত হইবে। রোগিণী যদি বেদন বোধ করে, তবে বুঝিতে হইবে যে, জরায়ুতে আঘাত লাগিয়াছে । . . . . o, লম্বএটহিল এক প্রকার বিশেষ তারযুক্ত এক্রেজিয়ার ব্যবহার করেন। এষ্ট এক্রেজিয়ারের অস্ত এরূপ ভাবে গঠিত যে, তন্মধ্য দিয়া দুইট স্বল্প রৌপ্য নল প্রবেশ করিতে পারে । নলসহ তার প্রবেশ করাইয়া নল পলিপসের বুস্তের মুলে পরিবেষ্টন করাইয়া তার পরাইতে হয়। তার পরিবেষ্টন করা হইলে এক্রেজিয়ার ছিদ্রের মধ্য দিয়া নল প্রবেশ করাইয়া নলের গতি অনুযায়ী পলিপসের বুস্তের মূল পৰ্য্যন্ত এক্রেজিয়ার প্রবেশ করাইতে হয়। এক্রেজিয়ার প্রবিষ্ট হইলে নল দুইটী বহির্গত। করিয়া লইলে তার এক্রেজিয়ার মধ্যে থাকে। তৎপর সাধারণ নিয়মে এক্রেজিয়ার দ্বারা পলিপস কৰ্ত্তন করিতে হয়। . . . পলিপস্ পৃথক এবং শিথিল অবস্থায় যোনিমধ্যে থাকিলে,ওঙ্কম ফরসেপ দ্বারা দুরীভূত করা যাইতে পারে । পলিপস ,অত্যন্ত বৃহৎ হইলে বা যোনিদ্বার দিয়া বহির্গত করার সময় বিটপদেশ এবং তাছার শোণিতবাহিক আহত হইবে এমত বিবেচনা করিলে, পলিপটোম দ্বারা 4ă