পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জরায়ুর সৌত্রিক অৰ্ব্বদ। ○○○ উপকার হয়। ফেলোর সিরপও উশকারী । পুনঃ পুনঃ শোণিত শ্রাব জন্ত রক্তাল্পতায় দীর্ঘকাল প্রয়োগ করা আবশুক । হাইড্রেষ্টিস ক্যানাডেন্সিস্—ইহাও কোন কোন স্থলে শোণিত শ্রাব রোধ করিয়া উপকাব করে । টিংচার বা এক ষ্ট্রক্ট ব্যবস্থ৷ করা যাইতে পারে। শোণিত স্রাব বোপার্থে আভ্যন্তরিক প্রয়োগ জন্য নিম্নলিথিত ব্যবস্থা পত্র উৎকৃষ্ট । Re. এসিড স্কে রোটিক to a gr iv টিংচার ডিজিটেলিস -- min lxxx টিংচাব হাইড্রেষ্টিস ক্যান . 3.SS টিংচার ম্যাটিকে so #ss এলিক্স স্যাকারিণ o min xxx ইনফিউজন ম্যাটিকে . সমষ্টিতে ইviii একত্র মিশ্রিত করিয়া আট দাগ করিতে হইবে । ৩।৪ ঘণ্টা পর এক এক দাগ সে ব্য । স্কেরোটিক এসিডের পরিবর্তে লিকুইড এক ষ্ট্রাক্ট আগট ( ss ) এবং টিংচার ডিজিটেলিসের পরিবর্তে পেনথাস বা উভয়েই একত্রে প্রয়োগ কব যাইতে পারে । হাইড্রেষ্টিস সম্বন্ধে পূৰ্ব্বে উল্লেখ করা হইয়াছে | e স্থানিক প্রয়োগ জন্ত উষ্ণ ডুস প্রয়োগ, গাবার কৰ্ত্তন, ট্যানিক এসিড় গ্লিসিরিণ ট্যাম্পন, হজের পেশারী, প্রয়োগ, গ্রীব প্রসারণ, আইওড়িন ও ব্রোমিন সংশ্লিষ্ট স্নান, এবং কিসিনজেন বা উডস্থল জল পান উপকারী । সঙ্গম হ্রাস এবং আর্ভব স্ৰাব সন্নিকটবর্তী সময়ে পরিবর্জনীয় । শোণিত ত্রাবরোধ জন্ত ত্বক নিম্নে আর্গটিন প্রয়োগ করিলে উপকার হয়। অধিক মাত্রায়, এমন কি ১৫ গ্ৰেণ বোঞ্জিনের