পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২০ স্ত্রী-রোগ । পর্য্যস্ত নিয়মাধীন থাকিতে হইবে।' তাহার ব্যবহার্য্য বস্ত্রাদি সম্বন্ধে যদি সামান্য সন্দেহ উপস্থিত হয় যে,তাহ দূষিত পদার্থ সংশ্লিষ্ট হইয়াছে,তবে সেই বস্ত্র পরিধান করিয়া অস্ত্রোপচারক রোগিণীর গৃহে কখনই প্রবেশ করিবে না। হস্তাদি প্রথমে পচননিবারক সাবান দ্বারা ধৌত করিয়া কাৰ্ব্বলিক জল দ্বারা ধৌত করার পর রোগিণী ও অস্ত্রো পচার সংশ্লিষ্ট দ্রব্য স্পর্শ করিবেন । নখের মধ্যে ময়লা আবদ্ধ না থাকে, তাহা দেখা কৰ্ত্তব্য । পারক্লোরাইড লোসন (১–১০০০) আইজোল লোসন (১–৫০) পারম্যাঙ্গেনেট অফ পটাশ লেসিন ( গাঢ় ) বা অন্ত পচননিবারক জল দ্বারা ও পরিষ্কার পরিচ্ছন্ন কর ( শোধন করা ) যাইতে পারে । কণ্ডিজ লোশনে হস্ত রঞ্জিত হইলে প্রথমে উষ্ণ গাঢ় অক্স্যালিক এসিড দ্রব ও পরে মিল্ক অফ লাইম দ্বারা পরিস্কার করা যায় । সাহায্যকারী ও পরচিারিকা —যাহার রোগিণীকে বা অস্ত্রোপচার সংশ্লিষ্ট দ্রব্যাদি স্পর্শ করিলে তাহাদিগের প্রত্যেককে উক্ত নিয়মে পচন পরিবর্জন করিতে হুইবে । পরিস্কার সম্বন্ধে শুএiষাকারিণী ও পরিচারিকাদিগের প্রতি বিশেষ লক্ষ্য রাখা উচিত । তাহার। পরিষ্কারের মৰ্ম্ম গ্রহণে অসমর্থ জঙ্গ অনেক সময় নিয়ম ভঙ্গ করিয়া বিষম অনিষ্ট সাধন করে । সৰ্ব্বপ্রকারে পরি স্কার অাছে অথচ সহ সt হস্ত দ্বারা নিজ নলিকার শ্লেষ্মা ফেলিয়া সেই হস্ত দ্বারা কাপড় বা অস্ত্রোপচার সংশ্লিষ্ট অদ্য কোন দ্রব্য স্পর্শ করিল, এই সামান্ত অনবধানতায় যে, সমস্ত পরিশ্রম পও—এমন কি রোগিণীর জীবন নষ্ট হইতে পারে, ইহা শুশ্ৰুষাকারিণীর জ্ঞানাতীত । তজন্তই বিশেষ সতর্ক হইতে হয়। এত সামান্ত বিষয় সমূহও লক্ষ্য রাথিতে হয় । e সাহায্যকারিণী পূর্বের দিবস আবশুকীয় ঔষধ, লোসনাদি রাখার জন্ত পাত্র, অস্ত্রোপচারের টেবেল ও স্থান, ওয়াটারপ্রাফসিট, ফুনেল,