পাতা:স্ত্রী-রোগ.djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৌত্রিক অৰ্ব্বদের অস্ত্রচিকিৎসা । ෆ8 > যাইতে পারে। নিম্নদিকে পিউবিসের সন্নিকট পর্য্যস্ত লsয়। অনুচিত । প্রথমে যেরূপ সতর্ক হইয়। কৰ্ত্তন করা হইয়াছিল, এ সময়েও তদ্রুপ সতর্ক হইয়া কৰ্ত্তন করিতে হয় । উদরপ্রাচীর পাতল হইলে বক্র কঁাচী দ্বারা একবারেই সমস্ত অংশ কত্তিত হইতে পারে। • বিশেষ আবদ্ধাবস্থ। —মুত্রাশয়ের সহিত আবদ্ধ থাকিলে প্রথমে মুত্রাশয় মধ্যে শলাক। প্রবেশ করাইয়। সাবধানে অঙ্গুলী দ্বারা সংযোগ বিযুক্ত করবে। যদি মূত্রাশয় ছিন্ন হয় তবে অন্ত্রের স্তায় তৎক্ষণাৎ সেলাই করা কৰ্ত্তব্য । এইরূপ ঘটনায় ড়েনেজটিউব ংস্থাপন করা অবশ্যক। অত্যধিক বিস্তৃত সংযোগ, মূলদেশ ক্ষুদ্র এবং অন্ধুদের গভীরতার জন্ত যদি অৰ্ব্বদ বিযুক্ত করা কঠিন হয়, তবে উপায়াস্তুর অবলম্বন করা বিধেয় । সংযোগ বিযুক্ত করার সময়ে ইউরিটার ছিন্ন বিচ্ছিন্ন হইলে তেহ বা তংপাশ্বের কিডনী দূরীভূত করেন, অপর কেহ বা মূত্রাশয় হইতে ইউরিটার পর্য্যস্ত ক্যাথিটার প্রবেশ করাষ্টয়া ইউরিটারের রন্ধু, স্বল্প রেশম সুত্র দ্বারা সেলাই করিয়া দিতে বলেন । অল্প অংশ ছিন্ন বা সামান্ত মাত্র স্থান,ঃ চুইলে এই উপায় অবলম্বন করা বাষ্টতে পারে । অত্যধিক ছিন্ন হইলে কটিদেশে ছিদ্র করিয়া তৎপথে ইউরিটারেলসাউণ্ড প্রবেশ করাইয়। রাখিবে এবং মুত্রাশয়ের সংলগ্ন অংশ বন্ধন করিবে। এই রূপ স্থলে অস্ত্রাবরক ঝিল্লিতে মূত্রসংস্পর্শ নিবারণ জন্ত পচননিবারক ট্যাম্পন সংস্থাপন আবশ্যক । এইরূপ স্থলে আবখ্যক হইলে পরেও কিডনী দূরীভূত করা যাইতে পারে । শোণিতস্রাব রোধ —সংযোগ বিচ্ছিন্ন করার সময়ে নানাস্থান হইতে শৈাণিতস্রাব হইতে থাকে, যে সকল নির্দিষ্ট স্থান হইতে শোণিত নিঃস্বত হর, সেই সমস্ত স্থান ফরসেপস দ্বারা চাপিয়া রাখিয়া অবশিষ্ট স্থানের শোণিতস্রাব রোধার্থে শোধিত স্পঞ্জ বা বস্ত্রথও