পাতা:স্ত্রী-রোগ.djvu/৫৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একত্রিংশ অধ্যায়। অণ্ডাশয়ের অর্বদ চিকিৎসা । (Ovarian Tumour—Treatment.) ওভেরিওটমী *(Costolsta I (Operation of Ovariotomy.) অণ্ডাশষের অর্বুদের চিকিৎসা প্রধানতঃ সাধারণ (General), উপশমক (Palliative) got অৰ্ব্বদ ‘ezot (Removal of cyst)—43 তিন শ্রেণীতে বিভক্ত হইলেও প্রথমোক্ত দুই প্রণালীতে বিশেষ কোন উপকার হয় না । কেবল অনর্থক সময় নষ্ট করায় রোগিণীর সাধারণ স্বাস্থ্যভঙ্গ এবং তজ্জন্ত আস্ত্রোপচারের পরিণাম শোচনীয় হয় মাত্র । ইহার কোন বিশেষ ঔষধ নাই । সাধারণ স্বাস্থ্যোন্নতির এবং শক্তি বুদ্ধির জন্ত ঔষধ সেবন করান বিধি । এই উদ্দেশ্রে বলকারক ঔষধ এবং পোষক পথ্য প্রয়োগ করা উচিত। উন্মুক্ত বিশুদ্ধ বায়ু সঞ্চালিত স্থানে অবস্থান, মানসিক প্রফুল্লতা সম্পাদন, কোষ্ঠ পরিষ্কার, প্রশ্ৰাব পরিষ্কার এবং কোন উপসর্গ উপস্থিত হইলে তৎক্ষণাৎ তাহার যথাসম্ভব গেতিবিধান করিতে হয় । ট্যাপ্ল করিয়া তরল পদার্থ বহির্গত করিয়া দিলে, সঞ্চাপের লক্ষণ সমুহ অন্তর্হিত হওয়ায় আশু উপশম বোধ হয়, কিন্তু অনেক স্থলেই পরিণাম ফল মন্দ হইতে দেখা যায় । যোনিপথে, উদর প্রাচীরে কিম্বা দরলান্ত্রে ট্যাপ করার প্রণালী এবং তৎসম্বন্ধে সতর্কতার বিষয় পুৰ্ব্বে উল্লিখিত হইয়াছে। অনেক অভিজ্ঞ চিকিৎসকের মতে নিম্নলিখিত মবস্থায় ট্যাপ করা বাইতে পারে ।