পাতা:স্ত্রী-রোগ.djvu/৫৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অণ্ডাশয়ের অৰ্ব্বদ চিকিৎসা । *○○ অনেক স্থলে দেখা গিয়াছে যে, পুনঃপুনঃ টাপ করা স্বত্বেও সংযোগাদি দ্বারা আবদ্ধ হয় নাই । সুতরাং ট্যাপ করিলেই যে সংযোগ দ্বার। আবদ্ধ হইবে, তাহ বলা যাক্টতে পারে না । বিশেষত: পচন নিবারক প্রণালীতে সাইফোনট্রোকার দ্বাবা ট্যাপ করিলে এবং ট্যাপ করার সময়ে অৰ্ব্বদের তরল পদার্থ অস্থাবরক ঝিল্লি গলবে ও বায়ু বা পচনোৎপাদক পদার্থ অৰ্ব্বদগহ্বৰে প্ৰবেশ ন৷ করিতে পারে, তদ্বিষয়ে সতর্ক শুইলে ট্যাপ করায় অল্পই অনিঃ সম্ভাবন । ঘোনি কিম্ব। সরলাস্ত্র পথে ট্যাপ করা সহজ হুষ্টলেও অনিষ্টাশঙ্কা অধিক । তসগু ঐ দুই স্তানে ট্যাপ করা উচিত নহে । ট্যাপ করিয়া টিংচাব "আই ওডিন প্রয়োগ করার প্রথা পরিত্যক্ত হঠয়াছে। কেবল ট্যাপ করার পর পদাঙ্গ উপস্তিত হইলে পচন এবং দুৰ্গন্ধনাশ জন্য প্রত্যহ দুই বেল একু ੋ। আঠ ওডিন, দুই ভাগ সালফিউরস এসিড এবং বিশ ভাগ জল মিশ্রিত করিয়া পিচকারী প্রয়োগ করা হয়। পাইমিয়া ও সেপটিfসমিয়ার আশঙ্ক। হ্রাস করাই ইষ্ঠার উদ্দেশু । - হৃদপিণ্ড, ফুসফুস, পরিপাক ও মূত্রসস্থাদির পীড়া বা পরিবারিক অপর কোন কারণে অৰ্ব্বদ উচ্চেদ করিতে যত বিলম্ব করা যায়, আরোগ্য লাভেরও তত বিঘ্ন উপস্তিত হয়, সুতরাং অগুশিয়ের কোষ'কুঁদ স্থির গুইলেট অনতিবিলম্বে অস্ত্রোপচার দ্বারা अंनि উচ্ছেদ করা উচিত:সত্য, কিন্তু যান্ত্রিক পীড়ার ফলে কি স্বী অপর কারণে অস্ত্রোপচারের ফল্ম মন্দ হইবার আশঙ্কা থাকিলে অস্ত্রোপচার তামুচিত । ওভেরিওটমী অস্ত্রোপচার। to (Operation of Ovariotomy) w জরায়ু ও তৎসন্নিকটস্থিত গঠনের অস্ত্রোপচার সম্বন্ধে সাধারণ মন্তব্য এবং একষ্ট পেরিটোনিয়াল হিষ্টেরেকটমী অস্ত্রোপচার বর্ণন