পাতা:স্বদেশ ও সাহিত্য-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বদেশ হিত করতে যাইনে। আমি বলিনে, বাছ, তুমি স্ত্রীলোক, তোমার এ করতে নেই, বলতে নেই, ওখানে যেতে নেই,—তুমি তোমার ভাল বোঝ ন—এস আমি তোমার হিতের জন্যে তোমার মুখে পরদা এবং পায়ে দড়ি বেঁধে রাখি। ডোমকেও ডেকে বলিনে, বাপু, তুমি যখন ডোম তখন এর বেশী চলা-ফেরা তোমার মঙ্গলকর নয়, অতএব এই ডিঙোলেই তোমার পা ভেঙে দেব। আমি বলি যা’র যা দাবী সে ষোল আন নিক। মার ভুল করা যদি মামুষের কাজেরই একটা অংশ হয়, ত সে ভুল করে ত বিস্ময়েরই বা কি আছে। দুটে পরামর্শ দিতে পারি—কিন্তু মেরে ধরে হাত প। খোড়া করে ভাল তার করতেই হবে, এত বড় দায়িত্ব আমার নেইT অতখানি অধ্যবসায়ও নিজের মধ্যে খুজে পাইনে। বরঞ্চ মনে হয় বাস্তবিক, আমার মত কুড়ে লোকের মত মানুষে মানুষের হিতাকাঙ্ক্ষাট। যদি জগতে একটু কম করে কোরত ত তারাও আরামে থাকৃত, এদেরও সত্যকার কল্যাণ হয়ত একটু আধটু হ’বারও জায়গা পেত। দেশের কাজ, দেশের মঙ্গল করতে গিয়ে, এই কথাটা আমার তোমরা ভূলোনা। • আজ তোমাদের কাছে আমার আরও অনেক কথা বল্বার ছিল । সকল দিক দিয়ে কি করে সমস্ত বাঙ্গল জীর্ণ হ’য়ে আসছে,—দেশের যারা মেরুমজ্জা সেই ভদ্র গৃহস্থ পরিবার কি করে কোথায় ধীরে ধীরে বিলুপ্ত হয়ে আসছে, সে আনন্দ নেই, সে প্রাণ নেই, সে ধৰ্ম্ম নেই, সে খাওয়া-পরা নেই ; সমৃদ্ধ প্রাচীন গ্রামগুলা প্রায় জনশূন্ত,—বিরাট প্রাসাদতুল্য আবাসে শিয়াল কুকুর বাস করে ; পীড়িত নিরুপায়মৃতকল্প লোকগুলো যারা আজও সেখানে পড়ে আছে, খাদ্যাভাবে, У о