পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूठौग्न यश् । >o) না—তোমার পায়ে পড়ি ভাই বোলো না—আমি কিছু বলি নি। স্বমতি। তাতে দোষ কি—উনি বলছিলেন তোমার ঠোঁট, দুটি বড় ভাল—মনে করেছেন ঠোঁটে আলুত দিয়েছ। জগৎ । আলতা দিয়েছি—হা হা হা । জেহেন। না মশায় ওর কথা শুনবেন नेी-गर মিছে কথা, তুমি বানিয়ে এত কথাও ভাই বলতে পার। মুমতি। বানুিয়ে বলিচি বৈ কি। জগৎ । (সুমতির প্রতি) তুমি গান শেখ না—আমি শুনি। ওর গলা আমার বড় মিষ্টি লাগে । সুমতি। তুমিও আমার সঙ্গে শেখে না। জগৎ । আমি তোমার কাছ থেকে পরে শিখব, উনি আমাকে শেখাবেন কেন ? স্বমতি । ওকে শেখাবে না জেহেনা ? লজ্জা করবে ? জেহেন । তা কেন শেখাব না—শেখাতে আমার লজ্জা করে না। স্বমতি। তা ভাই তুমি শেখো না—উনি যে রকম ভাল লোক ওঁর কাছ থেকে শিখতে কোন দোষ নেই। wo জগৎ । আমি একটা কাজ পেলে বাচি–আচ্ছা আমি কাল থেকে শিখুব। o জেহেন। আমি ভাই আজ তবে আসি–(কানে কানে ) বড় মন কেমন কচ্চে ।