বিষয়বস্তুতে চলুন

পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । $8) করব, তোমার কষ্ট হবে না। একটা গান গাও না জেহেনা। জেহেন। রাজকুমার এই কষ্টের সময় আর কি গান গাব ? আচ্ছ একটা দুঃখের গান গাই— ( গান । ) সিন্ধু। সজনি লেবল,কেন কেন এ পোড়া প্রাণ গেল না, - সহেন যাতনা, সহেন যাতনা। এনে দে এনে দে বিষ, আর যে লে৷ পারি না। জগৎ । না জেহেন বিষের কথা মনেও এনে না—এসো তোমার একটা থাকৃবার বন্দবস্ত করে দি । (স্বগত) দেখি সুমতি কোথায়—কিন্তু সে সব কথা লুকিয়ে শুনেছে—কি ক'রে তার কাছে মুখ দেখাব ? জেহেনাকেই বা কি করে ছাড়ব-আমি । তে৷ তাকে তাড়িয়ে দিই নি—সে যদি আপনি চলে যায় তো আমি কি করব।—া হবার ভা হবে (প্রকাশ্যে) এসো জেহেন ৷ ( জেহেন ও জগতের প্রস্থান।)