পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- 8ના স্বপ্নময়ী নাটক । এ কাননে বসি গাহিব গান মুখের স্বপনে কাটাব প্রাণ খেলিব দুজনে মনের খেলারে— (প্রাণে) রহিবে মিশি দিবস নিশি সাধ আধ ঘুম ঘোর। জগৎ । ( মদ্য পান করিয়া) আহা ! কি কথাই বলেছে— “প্রাণে রহিবে মিশি দিবস নিশি আধ আধ ঘুম ঘোর ” ঠিক-ঠিকৃ–আচ্ছ জেহেন। একটা কথা জিজ্ঞাসা করব ?— ভূমি আমাকে সত্যি কি ( চমকিত হইয়া) জেহেন দেখ দেখ— ও কে ?—ওকে ?—মুমতির মত কাকে দেখুলুন্ন-কেও ?— কেও ?— er জেহেন। কৈ ? কৈ?—জগৎ তুমি পাগল হয়েছ, তোমার মনের ভিতর সারা দিন মুমতি জাগ্‌চে কিনা তাই— জগৎ না জেহেন আমি পাগল হই নি, সত্যি স্বতিএখানে কেন? এখানে কেন –একি –এখানকার সন্ধান কোথা থেকে পেলে ? জেহেন । তাই তো -এ কি —