8 স্বপ্নময়ী নাটক। দিয়েছি আমি তোমার শয়তা করেছি, আমি তোমার ধনরত্ব সৰ্ব্বৰ লুট করেছি, শেষে আমারই জন্য তোমার প্রাণু পৰ্য্যন্ত গেল, পিতা । এখন ভূমিই আমার একমাত্র দেবতা-বল, এ পাপের প্রায়শ্চিত্ত कि ? বল কি করব, এখনি তা করচি—কি বল্চ ? কি ? কি ? পিতা, কি বলচ? ঐ পাষণ্ডকে বধ ক'রে তোমার প্রতিশোধ নেব ?—এখনি এখনি— শুভ। স্বপ্নময়ি, আমার মৃত্যুই শ্রেয়। . স্বপ্ন। প্রভু, দেবতা, কি বল চ ? আমি তোমাকে বধ করব ? সামার এত বড় যোগ্যতা ?—প্রভু, বল ੇ দেবতা, আমাকে আর ছলনা ক'র না—আমার পিতাকে ফিরিয়ে দেও—প্ৰভু ওঁর কোন অপরাধ নেই।—উনি আমার বৃদ্ধ त्रेिड-डेनि আমার স্নেহের পিত! (ক্ৰন্দন ) গুভ। স্বপ্নময়ি, আমি দেবতা নই—তুমিই আমার দেবতা, আমাকে মার্জনা কর— স্বপ্ন। পিতা, পিল, মার্জন করবে কি ?—“ না পিতৃহস্তার মার্জনা নাই—প্রতিশোধ নে, প্রতিশোধ নে, শীঘ্র প্রতিশোধ নে “—ঐ শোন পাষণ্ড, তোর মার্জনা নাই—এখনি এখনি— নানা-না পিতা, পারচিনে পিতা-ওকেই আমি দেবতা বলে পূজা করেছিলেন-দেৰ পিতা বড় কাতর দৃষ্টিতে তোমার দিকে চেয়ে রয়েছে—মার্জন কর পিতা-মার্জন কর—“কি ! পিতৃহত্তার
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৯৩
অবয়ব