পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8 স্বপ্নময়ী নাটক । মন্ত্রী। আর হরিনাথ ন্যায়রত্বকে— রাজা। থাক থাক সে সব কথায় আর কাজ নেই–আচ্ছা মন্ত্রি এতো তোমারই দোষ, তোমাকে বারবার আমি বলিছি যে হাজার আমি হুকুম দি, আমার হয় তামিলকরবেন!—কোবাগারের অবস্থা বুঝে তোমরা টাকা দেবে। তা তোমরা তো কিছুতেই করবে না। এখন কি ক’রে এই সমস্ত ব্যয় নিৰ্ব্বাহ হয় বল দেখি ? মন্ত্রী। মহারাজ আর কি বল্ব সে আমারই দোষ বটে। মহারাজ সে সময় যে রকম তম্বি করেন তাতে ক্ষুদ্র দাসের কি না দিয়ে বাছতে পারে ? - রাজা। যাক যাক সে কথা যাক, এখন সমস্ত আয়োজন কর গে যাও । মন্ত্রী। যে আজ্ঞা মহারাজ। ( মন্ত্রীর প্রস্থান । ) রাজা। আঃ সংসারের কি অত্যাচার! একটু কাকে কি দান করেছি তা নিয়েও এত কথা। আর পারা যায় না। যাই একটু শাস্ত্রালোচনা করি গে। ( রাজার প্রস্থান। )