পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । ساچمهويهمچপ্রথম গর্ভাস্ক । -cధర>= অরণ্য । (স্বপ্নময়ীর প্রবেশ। ) স্বপ্ন। এই বেল ফুল তুলি, হয়েছে সময়। আজ রাতে মালা গুলি গেথে রেখে দেব, কাল প্রাতে র্তাব পায়ে দিব উপহার । কেন তারে ফুল দিই? কেন যে, কে জানে । প্রথম যখনি তারে দেখিলাম আমি, আপনি গেলাম কাছে, করিন্থ প্রণাম, অর্ণচলে আছিল ফুল, দিলাম চরণে, কেন দিল্প ভাবিতেছি—কেন যে, কে জানে। না জানি কি আছে গুণ প্রভাতের মুখে, যা দেখি আপনি লতা ফুল ফুটাইয়৷ অরুণ-চরণে তার দেয় ভারে ভারে। যাই তবে, ফুল গুলি, তুলি এই বেলা। কোষ লো গোলাপ সখি, তুই কোথা গেলি ?