এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
१६ স্বপ্নময়ী নাটক। মহা অভিশাপ এক করিছে পোষণ ! অন্ধকারে চন্দ্র স্বৰ্য্য গিয়েছে হারায়ে। ঘন ঘোর জলদের দ্রুকুটির তলে নীরবে নয়ন মুদি কঁাপিছে ভারত ! আজি এই ঘনীভূত নিশীথের মাঝে স্তব্ধ बग्नरज्ञ মাঝে একাকী দাড়ায়ে দেবতা কি কথা কহে শোন স্বপ্নময়ি-- স্বপ্ন। বল প্রভু শীঘ্ৰ বল শুনিব সে কথা । শুভ। কে তব জননী ডাহা জান কি কুমারী ? স্বপ্ন। আমার জননী নাই, আমি মাতৃহীনা। শুভ। জননী তোমার আছে কহিনু তোমারে! স্বপ্ন। জননী আমার আছে ?—কোথায় ? কোথায় ? কোথা দেব কোথা তিনি ? দেখাওন তাকে । শুভ। কে তোমারে বক্ষে কোরে করেছে পোষণ ? কে তোরে অচল স্নেহে বক্ষে ধরে আছে ? কার স্তনে বহিতেছে জাহ্নবীর ধারা ? ধন ধান্য রত্বে পুর্ণ কাহার ভাণ্ডার ? কে তোরে পোহালে নিশি, প্রভাত হইলে পাখীদের মিষ্টতম গান শুনাইয়া শুভ্রতম শান্তভূম উবার আলোকে ধীরে ধীরে ঘুম ভোর দেন ভাঙ্গাইয়া ?