পাতা:স্বরবিতান সূচীপত্র.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরবিতান ৫ তোর ভিতরে জাগিয়া কে যে দিন পরে যায় দিন দোলে প্রেমের দোলন-চাঁপা নম নম নম কর্ণাঘন নম নম নম তুমি ক্ষুধাতজনশরণ্য নম নম নম নম তুমি সন্দেরতম নম নম নম নম নিদায় অতি নমো নমো হে বৈরাগী নাই ভয়, নাই ভয় নাই রে নিবিড় আমা-তিমির হতে নিমালকাত নমো হে নম ফাগন, তোমার হাওয়ায় হাওয়ায় ফাগানের নবীন আনন্দে বসন্তে বসন্তে তোমার কবিরে বাজে করণে সরে বাসন্তী, হে ভুবনমোহিনী বিরস দিন, বিরল কাজ বেদনা কী ভাষায় রে মোর পথিকেরে বুঝি এনেছ এবার যখন মল্লিকাবনে প্রথম ধরেছে রয় যে কাঙাল শন্যহাতে শেষ বেলাকার শেষের গানে সরের গরেন, দাও গো সরের দীক্ষা হে চিরন্তন, আজি এ দিনের হে মহাজীবন "হে মাধবী, বিধা কেন স্বরবিতান ৬ ॥ বসন্ত আজ খেলা ভাঙার খেলা আজ দখিন বাতাসে এ বেলা ডাক পড়েছে কোনখানে এখন আমার সময় হল এবার বিদায়বেলার সরে ধরো ধরো ও আমার চাঁদের আলো ওরে পথিক, ওরে প্রেমিক কে দেবে চাঁদ তোমায় দোলা গানগুলি মোর শৈবালেরই দল তোমার বাস কোথা যে, পথিক ওগো দখিন হাওয়া, জাগো, জাগো ধীরে ধীরে বও, ওগো উতল হাওয়া স্বরবিতান ৬ না, যেয়ো না, যেয়ো নাকো ফল ফলাবার আশা আমি বাকি আমি রাখব না কিছুই বিদায় যখন চাইবে তুমি ভয় করব না রে বিদায়বেদনারে ভাঙল হাসির বাঁধ যদি তারে নাই চিনি গো শুকনো পাতা কে যে ছড়ায় ওই দরে সব দিবি কে, সব দিবি পায় সহসা ডালপালা তোর উতলা যে •সে কি ভাবে গোপন রবে স্বরবিতান ৭ ॥ ফালগনী আকাশ আমায় ভরল আলোয় আমরা খুজি খেলার সাথী আমরা নতেন প্রাণের চর আমাদের খেপিয়ে বেড়ায় যে আমাদের পাকবে না চুল গো আমাদের ভয় কাহারে আমি যাব না গো অমনি চলে আয় রে তবে, মাত রে সবে আনন্দে আর নাই যে দেরি, নাই যে দেরি এই কথাটাই ছিলেম ভুলে এতদিন যে বসে ছিলেম এবার তো যৌবনের কাছে ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া ওগো নদী, আপন বেগে o ওর ভাব দেখে যে পায় হাসি ওরে ভাই, ফাগন লেগেছে বনে বনে চলি গোঁ, চলি গো, যাই গো চলে চোখের আলোয় দেখেছিলেম ছাড় গো তোরা ছাড় গো তুই ফেলে এসেছিস কারে তোমায় নতুন করে পাব বলে ধীরে বন্ধন, ধীরে ধীরে পথ দিয়ে কে যায় গো চলে বসন্তে ফল গাঁথল আমার বিদায় নিয়ে গিয়েছিলেম ভালো মানুষ নই রে মোরা মোদের যেমন খেলা তেমনি যে কাজ স্বরবিতান