পাতা:স্বর্ণকুমারী দেবীর নূতন গ্রন্থাবলী.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९७० বাৰু লাসকে তাহার ভ্রাতু-পুত্ৰ বলিয়tষ্ট সনাক্ত করিয়াছেন । কিন্তু দৈব মানুষ অপেক্ষাও প্রবল श्वफ़्षशौ । আজি আমার বিচারের শেষ দিন । বিচারগুহ লোকে লোকীরণ্য। দুষ্ট পক্ষের উকীলের বক্তৃত শেষ কইরা গিয়াছে। জুরীগণ মতস্থির করিয়া নিজ নিজ অভিমত জজকে জানাইলেন ; জজ সাহেব কালে টুপী ধীরে ধীরে মাথায় পরিয়া রায় পড়িয়া শুনাইতে উষ্ঠত হইলেন। এমন সময় আদালতের বাঠিরে একটা বিষম কোলাহল উথিত হইল-কে যেন জোর করিয়া প্রবেশ করিতে চাহিতেছে অথচ বাধা পাইতেছে বলিয়া পারিতেছে না । স্বর্ণকুমারী দেবীর গ্রন্থাবলী দেখিতে দেখিতে ভিড় ঠেলিয়া সেই গুহার যুব বিচারকের সম্মুখে উপস্থিত হইল ও উত্তেজিত স্বরে বলিয়া উঠিল, “আসামী নির্দোষ । আমি মরি নাই - জীবিত। এই যুবকই আমাকে বন্ধনমুক্ত করির উদ্ধার করিয়াছেন, নহিলে কুচক্রীর চক্রে আমার প্রাণ যাইত।” আমার কানের মধ্যে সমুদ্রের জলকল্লোল শুনিতে পাইলাম ; কি যে হইতেছিল, ঠিক বুঝিবার পূৰ্ব্বেই আমার সংজ্ঞালোপ হইল! যখন চেতনা ফিরিয়া পাইলাম; তখন রক্ষন চৌকির মধুর তান আমাকে বিশ্বয়ে অভিভূত করিয়া ফেলিল । এ কোথায় আমি ? মরণের পর কি স্বৰ্গরাজ্যে আসিয়া পড়িয়ছি ! এ কি স্বপ্ন না কি !