বিষয়বস্তুতে চলুন

পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ । শ্ৰাদ্ধ করিয়ে দিবি ; পরদিন এদের সন্ন্যাস দিব। আজ পাঁজি পুথি সব পড়ে—শুনে দেখে নিস।” শিষ্য স্বামিজীর আজ্ঞা শিরোধাৰ্য্য করিয়া লইল । সন্ন্যাসগ্রহণের পূর্বদিন r সন্ন্যাসব্রত-ধারণে কৃতনিশ্চয় উক্ত ব্ৰহ্মচারিচতুষ্টয় মস্তক মুণ্ডন করিলেন, গঙ্গাস্নানান্তে শুভ্ৰবস্ত্ৰ পরিধান করিয়া স্বামিজীর পাদপদ্ম বন্দনা করিলেন এবং স্বামিজীর স্নেহশীৰ্বাদ লাভ করিয়া শ্ৰাদ্ধ করিবার জন্য উৎসাহিত হইলেন। এখানে ইহা বলাও অত্যুক্তি হইবে না যে, শাস্ত্ৰমতে যাহারা সন্ন্যাস আশ্রম গ্ৰহণ করেন, তাহাদিগকে আপনাদের শ্ৰাদ্ধও ঐ সময়ে আপনি করিয়া লইতে হয়, কারণ, সন্ন্যাস গ্ৰহণ করিলে LD DD BD BDD DD KBD DBBDD DB DSS পুত্রপৌত্ৰাদিকৃত শ্ৰাদ্ধ বা পিণ্ডদানাদি ক্রিয়ার ফল তাহাদিগকে আর স্পর্শ করিতে পারে না। সেই জন্য সন্ন্যাসগ্রহণের পূৰ্ব্বে নিজের শ্ৰাদ্ধ নিজেই করিতে হয় ; নিজের পায়ে নিজ পিণ্ড অর্পণ করিয়া, সংসারের, এমন কি নিজ দেহের পূর্ব সম্বন্ধাদি সঙ্কল্প দ্বারা নিঃশেষে বিলোপ সাধন করিতে হয়। ইহাকে সন্ন্যাসগ্রহণের অধিবাস ক্রিয়া বলা যাইতে পারে। শিষ্য দেখিয়াছে, স্বামিজী এই সকল বৈদিক ক্রিয়াকাণ্ডে সম্পূর্ণ বিশ্বাসী ছিলেন ; শাস্ত্ৰমতে SBD DBBLtSD D DBB D DDBD DBD BBDD DS তেন। আজ কাল যেমন গেরুয়া পরিয়া বাহির হইলেই অনেকে সন্ন্যাসীক্ষা সম্পন্ন হইল বলিয়া মনে করেন, স্বামিজী সেরূপ মনে করিতেন না । গুরুপরম্পরাগত আবহমানকালপ্রচলিত ব্ৰহ্মবিদ্যাসাধনোপযোগী সন্ন্যাসব্রত গ্রহণের প্রাগমুঠেষ্ণু নৈষ্টিক সংস্কারগুলি କf