পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ। পরিচ্ছদ, রেল, টেলিগ্ৰাফ প্রভৃতি নানা বিষয়ের উন্নতি সাধন করিতেছে, সেইরূপ করা । স্বামিজী। - মানুষের মধ্যে রজোগুণের অভু্যদয় না হলে এসব হয় কি ? ভারতবর্ষ ঘুরে দেখুলুম, কোথাও রজোগুণের বিকাশ নাই! কেবল তমো-তমো-ঘোর তমোগুণে ইতারসাধারণ সকলে পড়ে রয়েছে। কেবল সন্ন্যাসীদের ভিতরেই দেখেছি, রজঃ ও সত্ত্বগুণ রয়েছে, এরাই, ভারতের মেরুদণ্ড । যথার্থ সন্ন্যাসী-গৃহীদের উপদেষ্টা । তাদের উপদেশ ও * জানালোক পেয়েই পূর্বে অনেক সময়ে গৃহীরা জীবনসংগ্রামে । কৃতকাৰ্য্য হয়েছিল। সন্ন্যাসীদের বহুমূল্য উপদেশের বিনিময়ে গৃহীরা তাহাদিগকে অন্নবস্ত্ৰ দেয়। এই আদান প্ৰদান না। থাকলে ভারতবর্ষের লোক এতদিনে আমেরিকার Indians দের (আদিমনিবাসীদের) মত extinct (উজাড়) হয়ে যেত। সন্ন্যাসীদের গৃহীরা দুমুটাে খেতে দেয় বলে গৃহীরা এখনও উন্নতির পথে যাচ্ছে। সন্ন্যাসীরা, কৰ্ম্মহীন নয়। তারাই &CR Crfs fountain-head (q) উচ্চ আদর্শসকল তাদের জীবনে বা কাৰ্য্যে পরিণত করতে দেখে এবং ጴ” তাদের কাছ থেকে ঐ সকল ideas (উচ্চ ভাব সকল) নিয়েই গৃহীরা। কৰ্ম্মক্ষেত্রে জীবনসংগ্ৰামে সমর্থ হয়েছে ও হচ্ছে। পবিত্ৰ সন্ন্যাসীদের দেখেই গৃহস্থের পবিত্র ভাবসকল জীবনে গরিণত কবৃছে ওঁ ঠিক ঠিক কৰ্ম্মতৎপর হচ্ছে। সন্ন্যাসীরা নিজ জীবনে ঈশ্বরার্থে ও জগতের কল্যাণার্থে সৰ্ব্বস্ব ত্যাগরাপ তত্ত্ব প্রতিফলিত করে গৃহীদের সব বিষয়ে Y se