পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शामि-शिश1-जsसiा । s নিমীলিত নেত্র-প্ৰান্তে যেন প্ৰভাত-সুৰ্য্যের আভা ফুটিয়া বাহির হইতেছে, এবং গভীর নেশার ঘোরে যেন সেই বিপুল দেহু টলিয়া পড়িতেছে! সে রূপ বর্ণনা করিবার নহে, বুঝাইবার নাহে ; অনুভূতির বিষয়। দর্শকগণ “চিত্ৰাপিতারম্ভ ইৰাবতন্থে!” রামনামকীৰ্ত্তনান্তে স্বামিজী পূর্বের ন্যায় নেশার ঘোরেই গাহিতে লাগিলেন- গীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুৱাই’ । বাদক । ভালু ছিল না বলিয়া স্বামিজীর ষেন রাসভঙ্গ হইতে লাগিল। আনস্তর সারদানন্দ স্বামীকে গাহিতে অনুমতি করিয়া নিজেই পাখোরাজ ধরিলেন। স্বামী সারদানন্দ প্রথমতঃ “একরূপ অরূপ নাম বরণী” গানটী গাহিলেন। মৃদঙ্গর স্নিগ্ধ-গভীর নির্ঘোষে গঙ্গা যেন উথলিয়া উঠিল, এবং স্বামী সারদানন্দের সুকণ্ঠওঁ সঙ্গে সঙ্গে মধুর আলাপে গৃহ ছাইয়া ফেলিল। তৎপর শ্ৰীরামকৃষ্ণদেব যে সকল । গান গাহিতেন, ক্ৰমে সেগুলি গীত হইতে লাগিল । এইবার স্বামিজী সহসা নিজের বেশভূষা খুলিয়া গিরিশ বাবুকে সাদরে ঐ সকল পরাইয়া সাজাইতে লাগিলেন। নিজহস্তে গিরিশ বাবুর বিশাল দেহে ভস্ম মাখাইয়া কৰ্ণে কুণ্ডল, মন্তকে জটাভার, কণ্ঠে কুদ্রাক্ষ ও বাহুতে রুদ্রাক্ষবলয় দিতে লাগিলেন। গিরিশবাবুসে সজ্জায় যেন আর এক মূৰ্ত্তি হইয়া দাড়াইলেন ; দেখিয়া ভক্তগণ অবাক হইয়া গেল ! অনন্তর স্বামিজী বলিলেন, “পরমহংসcशद दन्डन, 'देनि डब्रहवब्र अरडांब्र।' यांगicशब्र जल्क जब কোনও প্ৰভেদ নেই।” গিরিশ বাবু নিৰ্বাক হইয়া বসিয়া রহিলেন। তাহার সন্ন্যাসী গুরুভ্রাতারা তাহাকে আজ যেরূপ गांव गांबरेष्ठ फ्रांप्रश्न, उांशंख्रे डिनि ब्रांबौ। जवळण SR&