পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ। • ভূতলে অতুল মণি, কে এলি রে যাদুমণি, তাপিত হেরে অবনী এসেছ কি সকাতরে ৷ ব্যথিতে কি দিতে দেখা, গোপনে এসেছ একা, বদনে করুণামাখা, হাস বঁাদ কার তরে ॥ " গিরিশবাবু ও ভক্তেরা সকলে তাহার সঙ্গে সঙ্গে ঐ গান গাহিতে লাগিলেন। “তাপিতা হেরে অবনী এসেছ কি সকাতরে”— পাদটী বার বার গীত হইতে লাগিল । অতঃপর “মজল আমার মন-ভ্ৰমরা কালী-পদ নীলকমলে,” “অগণন ভুবন ভারধারী” ইত্যাদি। কয়েকটী গান হইবার পরে তিথিপূজার নিয়মানুযায়ী একটী জীবিত মৎস্ত বাদ্যোস্থ্যমের সহিত গঙ্গায় ছাড়া হইল। তৎপরে মহাপ্রসাদ গ্ৰহণ করিবার জন্য ভক্তদিগের মধ্যে ধূম পড়িয়া গৈল ।

  • শ্ৰীষ্ট্রিীরামকৃষ্ণ-জন্মোৎসব উপলক্ষে নাট্যকার w গিরিশচন্দ্র ঘোষ কর্তৃক 6

S3፱”