পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ বল্পী। শিষ্য গোড়া হিন্দু; অখাদ্য দূরে থাকুক্‌ কাহারও স্মৃষ্টি দ্রব্য পৰ্যন্ত স্নায় না। এজন্য স্বামিজী শিষ্যকে কখন কখন ਚ বলিয়া ডাকিতেন। প্ৰান্তর্জলযোগসময়ে বিলাতি বিস্কুটাদি খাইতে খাইতে স্বামিজী, সদানন্দ স্বামীকে বলিলেন,-“ভট্টাচাষকে ধরে নিয়ে আয় তা ।” আদেশ শুনিয়া শিষ্য নিকটে উপস্থিত হইলে স্বামিজী ঐ সকল দ্রব্যের কিঞ্চিৎ তাহাকে প্ৰসাদস্বরূপে খাইতে দিলেন । শিষ্য দ্বিধা না করিয়া তাহা গ্ৰহণ করিল দেখিয়া স্বামিজী তাঁহাকে বলিলেন, “আজ কি খেলি তা জানিস? এগুলি মুর্গির ডিমে তৈয়ারী ! উত্তরে সে বলিল, “যাহাঁই থাকুক্‌ আমার জানিবার প্রয়োজন নাই; আপনার প্রসাদরূপ অমৃত খাইয়া অমর হইলাম।” শুনিয়া স্বামিজী, বলিলেন, “আজি থেকে তোর জাত,_বর্ণ, আ জন্মের মত দূৱ হ’ক-আমি আশীৰ্ব্বাদ করছি।” স্বামিজীর সেদিনকার অযাচিত অপার দয়ার কথা স্মরণ করিয়া শিষ্য মানবজন্ম সাৰ্থক হইয়াছে মনে করে। অপরাহে স্বামিজীর কাছে একাউণ্টেণ্ট জেনারেল বাবু মন্মথনাথ ভট্টাচাৰ্য্য উপস্থিত হইলেন। আমেরিকা যাইবার পূৰ্ব্বে মান্দ্ৰাজে স্বামিজী অনেক দিন। ইহঁর বাটীতে অতিথি হইয়া ছিলেন এবং তদবধি ইনি স্বামিজীকে বিশেষ ভক্তি শ্ৰদ্ধা করিতেন। ভট্টাচাৰ্য্য মহাশয় স্বামিজীকে পাশ্চাত্য দেশ ও ভারতবর্ষ সম্বন্ধে নানা কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। স্বামিজী তাহাকে ঐ সকল প্রশ্নের উত্তর প্রদান ও অন্য নানারূপে আপ্যায়িত করিয়া বলিলেন, “একদিন এখানে থেকেই যান না।” মন্মথ বাৰু তাঁহাতে “আর YY