পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ । মুসলমান ঐক্কপে ফিরি ক’রে ক’রে ধনবান হয়ে পড়েছে। তুদের চেয়েও কি তোদের বিস্তাবুদ্ধি কম ? এই দেখনএদেশে যে বেনারসী শাড়ী হয়, এমন উৎকৃষ্ট কাপড় পৃথিবীর আর কোথাও জন্মায় না। এই কাপড় নিয়ে আমেরিকায় চলে যা । সে দেশে ঐ কাপড়ে গাউন তৈয়ারী করে বিক্ৰী কবৃতে লেগে যা, দেখাবি কত টাকা আসে। শষ্য। মহাশয়, তারা বেনারসী শাড়ীর গাউন পরিবে কেন ? * শুনেছি, চিত্ৰবিচিত্ৰ কাপড় ওদেশের মেয়েরা পছন্দ कब्र न । স্বামিজী। নেবে কি না, তা আমি বুঝব এখন। তুই উদ্যম করে চলে যা দেখি। আমার বহু বন্ধুবান্ধব সে দেশে আছে। আমি তোকে তাদের কাছে introduce (পরিচয়) করে দিচ্চি। তাদের ভিতর ঐ গুলি অনুরোধ করে প্রথমটা চালিয়ে দেব। তার পর দেখাবি-কত লোক তাদের follow (स्ट्रकब्र१) ऋत्रूष्व । छुरे उर्श्वन यांग मिंद्र কুলিয়ে উঠতে পাবৃবি নি। শিষ্য। ব্যবসায় করবার মূলধন কোথায় পাইৰ ? স্বামিজী। আমি যে ক’রে হ’ক তোকে start ('কাৰ্য্যারম্ভ) করিয়ে দেব। তার পর কিন্তু তোর নিজের উন্মুমের উপর সব নির্ভর কাবে। “হত্যে বা প্ৰান্স্যসি স্বৰ্গং জিম্বা বা ভোক্ষ্যসে মহীং-এই চেষ্টায় যদি মরে যাস তাও ভাল-তোকে দেখে আরও দশ জন অগ্রসর হবে। আর, যদি success (সফলতা) হয়, ত মহাভোগে জীবন কাটুৰে Y4VU9