বিষয়বস্তুতে চলুন

পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰথম বল্পী । স্বামিজী। আপনাদের গচ্ছিত কত টাকা আছে ? প্রচারক। মাড়োয়ারী বণিকূসম্প্রদায় এ কাৰ্য্যের বিশেষ পৃষ্ঠ পোষক। 'তাহারা এই সৎকাৰ্য্যে বহু অর্থ দিয়াৱছন - স্বামিজী। মধ্য ভারতে এবার ভয়ানক দুৰ্ভিক্ষ হইয়াছে। "ভারত গবর্ণমেণ্ট ৯ লক্ষ লোকের অনশনে মৃত্যুর তালিকা প্ৰকাশ করিয়াছেন। আপনাদের সভা এই দুৰ্ভিক্ষ কালে কোন সাহায্য দানের আয়োজন করিয়াছে কি ? r প্রচারক। আমরা দুৰ্ভিক্ষাদিতে সাহায্য করি না । স্বৈরল মাত্র গোমাতৃগণের রক্ষাকল্পেই এই সভা স্থাপিত। স্বামিজী। . যে দুর্ভিক্ষে আপনাদের জাতভাই মানুষ লক্ষ লক্ষ মৃত্যুমুখে পতিত হইল, সমর্থ্য সত্বেও আপনারা এই ভীষণ দুদিনে তাহাদিগকে অন্ন দিয়া সাহায্য করা উচিত মনে করেন নাই ? প্রচারক। না ; লোকের কৰ্ম্মফলে-পাপে-এই দুর্ভিক্ষ হইয়া ছিল । যেমন কৰ্ম্ম তেমনি ফল হইয়াছে। প্রচারকের কথা শুনিয়া স্বামিজীর সেই বিশাল নয়নপ্রান্তে । যেন অগ্নিকণাঙ্গুরিত হইতে লাগিল ; মুখ আরক্তিম হইল। কিন্তু মনের ভাব চাপিয়া বলিলেন- “যে সভাসমিতি মানুষের প্রতি সহানুভূতি প্ৰকাশ করে না, নিজের ভাই অনশনে মরিতেছে দেখিয়াণ্ডুতাহার প্রাণরক্ষার জন্য এক মুষ্টি অন্ন না দিয়া পশুপক্ষী রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে, তাহার সহিত আমার DiD DBBDuuDu DuDuSi uB DDB BDBDBD BD DDD উপকার হয় বলিয়া আমার বিশ্বাস নাই । কৰ্ম্মফলে মানুষ মরুছে ዓ