পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्वाधि-विशl-ज३वां । শিষ্য। মহাশয়, বেদান্তে যে সব অধিকারীর লক্ষণ আছে, তাহ আপনার পাশ্চাত্য শিষ্যদের ভিতর কিরূপে আসিল ? শাস্ত্ৰে, বলে—“অীতবেদবেদান্ত, কৃতিপ্ৰায়শ্চিত্ত, নিত্তনৈমিত্তিক কৰ্ম্মানুষ্ঠানকারী, আহারবিহারে পরম সংযত, বিশেষতঃ চুতুঃসাধনসম্পন্ন না হইলে বেদান্তের অধিকারী হয় না ।” আপনার পাশ্চাত্য শিষ্যেরা একে অব্ৰাহ্মণ তাহাতু অশন বসনে অনাচারী, তাহারা বেদান্তবাদ বুঝিল্ল’াক করিয়া ? স্বামিজী। তাদের সঙ্গে আলাপ করেই বুঝতে পারবে তারা বেদান্ত বুঝেছে কিনা। স্বামিজী বোধ হয় এতক্ষণে বুঝিতে পারিলেন যে শিষ্য একজন নিষ্ঠাবান, আচারী হিন্দু। অনন্তর স্বামিজী কয়েকটীি শ্ৰীরামকৃষ্ণভক্তপরিবেষ্টিত হইয়া বাগবাজারে শ্ৰীপত্তি বলরাম ৰসু মহাশয়ের বাটতে গেলেন। শিষ্য বটতলায় একপােনা বিবেকচুড়ামণি গ্ৰন্থ ক্রিয় করিয়া দরূজিপাড়ায় নিজ বাসার দিকে অগ্রসর হইল!