পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* স্বামি-শিষ্য-সংবাদ । নিয়তি আপনার হাতে-গুরু এইটুকু কেবল বুঝিয়ে দেন মাত্র। বীজের শক্তিতেই গাছ হয়, জল বায়ু কেবল উহার সুহায়ক हैं ।" শিষ্য । বাহিরের সহায়তারাও ত আবশ্যক আছে মহাশয় ? স্বামিজী। তা আছে; তবে কি জানিস-ভিতরে পদাৰ্থ না থাকলে শত সহায়তায়ও কিছু হয় না। তবে সকলেরই আত্মানুভূতির একটা সময় আসে। কারণ, সকলেই ব্ৰহ্ম। উচ্চ নীচ প্ৰভেদ করাটা কেবল ঐ ব্ৰহ্ম বিকাশের তারতম্যে মাত্র। সময়ে সকলেরই পূর্ণ বিকাশ হয়। তাই শাস্ত্র বলেছেন, “কালেনায়ুনি বিন্দতি” । BB S BD DBDBB BBB BDDS BDBSDDD 0S DBDDBB DDDD DDD জন্ম আমরা অজ্ঞানতায় কাটাইয়াছিা! স্বামিজী। ভয় কি! এবার যখন এখানে এসে পড়েছিস-তখন এইবারেই হয়ে যাবে। মুক্তি-সমাধি-এসব কেবল ব্ৰহ্ম প্রকাশের পথের প্রতিবন্ধগুলি দূর করে দেওয়া মাত্র। নতুবা আত্মা সুয্যের মত সৰ্ব্বদা জলছেন। অজ্ঞানমেঘে তাকে ঢেকেছে মাত্র। সেই মেঘ ও সরিয়ে দেওয়া আর স্বর্ঘ্যেরও প্ৰকাশ হওয়া । তখনি, “ভিদ্যন্তে হৃদয়গ্ৰস্থিঃ” ইত্যাদি অবস্থা হওয়া। যত পথ দেখছিস সবই এই পথের প্রতিবন্ধ দূর করুতে উপদেশ দিচ্ছে। যে যেভাবে আত্মানুভব করেছে সে সেই ভাবে উপদেশ দিয়ে গিয়েছে। উদ্দেশ্য সকলেরই কিন্তু আত্মজ্ঞান-আত্মদর্শন । ইহাতে সৰ্ব্বজাতি-সৰ্ব্বজীবের সমান অধিকার। ইহাই সৰ্ব্ববাদিসন্মত মত। Sys