পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ । শিষ্য। ই মহাশয়! আপনার ক্রিয়াকলাপ কিন্তু আরও অদ্ভুত । কত সাহেব মেম আপনার সেবার জন্য সৰ্ব্বদা প্ৰস্তুত । একালে ইহা বড়ই আশ্চৰ্য্য কথা ! স্বামিজী। (আপনার দেহ দেখাইয়া) শরীর যদি থাকে। তবে আরও কত ' দেখবি ; উৎসাহী ও অনুরাগী কতকগুলি যুবক পেলে আমি দেশটাকে তোলপাড় করে দেব। মাদ্ৰাজে জন কতক আছে। কিন্তু বাঙ্গালার আমার আশা বেশী । এমন পরিষ্কার মাথা অন্য কোথাও প্রায় জন্মে না। কিন্তু এদের muscle এ। ( মাংসপেশীতে ) শক্তি নাই। Brain (RS) 3 muscles ( মাংসপেশীসমূহ ) সমান। SitT develop ( পূর্ণাবয়বসম্পন্ন ) gst bir Iron nerves with a well intelligent brain-and the whole world is at your feet, (gy- শরীর ও বিশেষ বুদ্ধিসম্পন্ন হলে জগৎকে পদানত করা যায়)। সংবাদ আসিল, স্বামিজীর খাবার প্রস্তুত হইয়াছে। স্বামিজী শিষ্যকে বলিলেন, ‘চল আমার খাওয়া দেখবি।” আহার করিতে করিতে তিনি বলিতে লাগিলেন-“মেলাই তেল চৰ্বি খাওয়া ভাল নয়। লুচী হতে রূটী ভাল। লুচী, রোগীর আহার। মাছ tisz fresh vegetable (zieri vfi v"Fifi) etif, frfe war” বলিতে বলিতে প্রশ্ন করিলেন, “হ্যারে কখানা রুটী' খেয়েছি ? আর কি খেতে হবে ?”-কত খাইয়াছেন তাহা স্মরণ নাই, ক্ষুধা আছে কি না তাহাও বুঝিতে পারিতেছেন না! কথা কহিতে কহিতে তাহার শরীরজ্ঞান এতটা কমিয়া গিয়াছে। R