পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্থ বলী। স্বামিজী তদুত্তরে রহস্য করিয়া বলিতে লাগিলেন-“তোমাদের ঠাকুর তা ঐমন মারবেল পাথর মোড়া ঘরে চোঁদপুরুষে বাস করেন। নি। সেই পাড়াগাঁয়ে খোড়ো ঘরে জন্ম ; যেনি-তেন কল্পে দিন কাটিয়ে গেছেন। এখানে এমন উত্তম সেবায় যদি তিনি না থাকেন ত আর কোথায় থাকবেন ?” সকলেই স্বামিজীর কথা শুনিয়া হান্ত করিতে লাগিল। এইবার বিভূতিভূষাঙ্গ স্বামিজী, সাক্ষাৎ মহাদেবের ন্যায় পূজকের আসনে বসিয়া, ঠাকুরকে আবাহন করিতে লাগিলেন । স্বামী প্ৰকাশানন্দ স্বামিজীর কাছে বসিয়া মন্ত্রাদি বলিয়া দিতে লাগিলেন । পুজার নানা অঙ্গ ক্ৰমে সমাধা হইল এবং নীরাজনের শাক ঘণ্টা বাজিয়া উঠিল। স্বামী প্ৰকাশানন্দই উহা সম্পাদন করিলেন । নীরাজনান্তে স্বামিজী, পূজার ঘরে বসিয়া বসিয়াই শ্ৰীরামকৃষ্ণদেবের প্রণতিমন্ত্র মুখে মুখে এইরূপ রচনা করিয়া দিলেন “স্থাপকায় চ ধৰ্ম্মম্ভ সৰ্ব্বধৰ্ম্মস্বরূপিণে । অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ৷” সকলেই এই মন্ত্র পাঠ করিয়া ঠাকুরকে প্ৰণাম করিলে শিস্য ঠাকুরের একটী স্তৰ পাঠ করিল। এইরূপে পূজা সম্পন্ন হইল। নীচে সমাগত ভক্তমণ্ডলী অতঃপর কিঞ্চিৎ জলযোগ করিয়া কীৰ্ত্তন আরম্ভ করিলেন। স্বামিজী উপরেই রহিলেন ; বাড়ীর মেয়ের স্বামিজীকে প্ৰণাম করিয়া ধৰ্ম্মসংক্রান্ত নানা প্রশ্ন জিজ্ঞাসা ও আশীৰ্ব্বাদ গ্ৰহণ করিতে লাগিলেন । భ শিষ্য পরিবােরন্থ সকলের রামকৃষ্ণগতিপ্ৰাণতা দেখ্রিস্তু অবাৰু QS) v