পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ । রামকৃষ্ণসেবকগণের ত কথাই নাই, ধৰ্ম্মপিপাসু ব্যক্তিমাত্রেরই * আনন্দ ও উৎসাহের পরিসীমা নাই। কারণ, বিশ্ববিজয়ী স্বামিজী শ্ৰীরামকৃষ্ণদেবের ভবিষ্যদ্বাণী সফল করিয়া এ বৎসর প্রত্যাবৃত্ত হইয়াছেন। তঁহার গুরুভ্রাতৃগণ আজ তেঁহাকে পাইয়া যেন শ্ৰীীরামকৃষ্ণসঙ্গসুখ অনুভব করিতেছেন । কালী-মন্দিরের দক্ষিণে বিস্তৃত রন্ধনশালায় ভোগ প্ৰস্তুত হইতেছে। স্বামিজা তাহার কয়েকজন গুরুভ্রাতৃগণসহ বেলা ৯টা-১০টা আন্দাজ উপস্থিত হইয়াছেন। নগ্ন পদ ; শীর্ষে গৈরিকবর্ণের উষ্ণীধ। জনসঙ্গব তাহাকে লক্ষ্য করিয়া ইতস্ততঃ ধাবিত হইতেছে—তাহার সেই অনিশ্বিত রূপ দৰ্শন করিবে, সেই পাদপদ্ম স্পর্শ করিবে ও তঁহার শ্ৰীমুখের সেই জলন্ত অগ্নিশ্লিথাসম বাণী শুনিয়া ধন্য হইবে বলিয়া। তাই আজ আর স্বাক্ষ্মীর তিলদ্ধ বিশ্রামের সময় নাই। মা কালীর মন্দিরের সম্মুখে অসংখ্য লোক। স্বামিজী শ্ৰীশ্ৰীজগন্মাতাকে ভূমিষ্ঠ হইয়া প্ৰণাম করিলেন--সঙ্গে সঙ্গে সহস্ৰ সহস্র শির অবনত হইল। পরে wরাধাকান্ত জীউকে প্ৰণাম করিয়া তিনি এইবার ঠাকুরের বাসগৃহে আগমন করিলেন। সে প্রকোষ্ঠে এখন আর তিলমাত্র স্থান নাই। “জয় রামকৃষ্ণ” ধ্বনিতে কালীবাড়ীর দিঙ মুখসকল মুখরিত হইতেছে। শতসহস্র দর্শককে ক্রোড়ে করিয়া বার বার কলিকাতা হইতে হোমিলার কোম্পানীর জাহাজ যাতায়াত করিতেছে। নহবতের তানাতরঙ্গে সুরধুনী নৃত্যু করিতেছেন।” উৎসাহ, আকাজক্ষা, ধৰ্ম্মপিপাসা ও অনুরাগ মূৰ্ত্তিমান হইয়া শ্ৰীীরামকৃষ্ণ-পাৰ্ষদ, গণরূপে ইতস্ততঃ বিরাজ করিতেছেন। এবারকার এই উৎসৰ প্ৰাণে বুবিধায় জিনিস-ভাষায় ব্যক্ত করিবার লৱে !