পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ । 等 সেক্রেটারী, ডাক্তার শশিভূষণ ঘোষ sਲ সরকার অণ্ডারসেক্রেটারী, এবং শিষ্ণু শাস্ত্ৰপাঠকরূপে নিৰ্বাচিত হইল, সঙ্গে সঙ্গে এই নিয়মটাও বিধিবদ্ধ হইল যে, প্রতি রবিবার ৪টার পর ৮ বলরাম বাবুর বাড়ীতে সমিতির অধিবেশন হইবে। পুৰ্বোক্ত সভার পরে তিন বৎসৱ পৰ্য্যন্ত “রামকৃষ্ণ-মিশন” সমিতির অধিবেশন প্রতি রবিবারে ৬/বলরাম বসু মহাশয়ের বাড়ীতে হইয়াছিল। বলা বাহুল্য যে, স্বামিজী যত দিন না পুনরায় বিলাত গমন করিয়াছিলেন, ততদিন সুবিধামত সমিতির অধিবেশনে উপস্থিত থাকিয়া কখনও উপদেশ দান এবং কখনও বা কিন্নরকণ্ঠে গান করিয়া শ্রোতৃবৰ্গকে মোহিত করিতেন। সভা ভঙ্গের পর সভাগণ চলিয়া গেলে যোগানন্দ স্বামিকে লক্ষ্য করিয়া স্বামিজী বলিতে লাগিলেন, “এইরূপে কাৰ্য্য ত আরম্ভ করা: (என; এখন স্থাৎ, ঠাকুরের ইচ্ছায় কতদূর হয়ে দাড়ায় ।” স্বামী যোগানন্দ। তোমার এ সব বিদেশী ভাবে কাৰ্য্য করা श्रष्छ ।" ঠাকুরের উপদেশ কি এরূপ ছিল ? স্বামিজী। তুই কি করে জানালি এ সব ঠাকুরের ভাব নয় ? অনন্তভাবময় ঠাকুরকে তোরা তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ করে রাখতে চাস ? আমি এ গণ্ডি ভেঙ্গে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। ঠাকুর আমাকে তার পূজা পাঠ প্ৰবৰ্ত্তনা কত্তে কখনও উপদেশ দেন নাই। তিনি সাধন ভজন, ধ্যানধারণা ও অন্যাঙ্গ উচ্চ উচ্চ ধৰ্ম্মভাব সম্বন্ধে যে সকল উপদেশ দিয়ে গেছেন, সেইগুলি উপলব্ধি করে LBBB TD Bu DS DBDS SBDBDB DDSDBDS KK RNg