পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি -R স্বামিজী। দেশে কি এখনও ঐক্সপ স্ত্রীলোক নাই ? এ সীতা fY সাবিত্রীর দেশ, পুণ্যক্ষেত্র ভারতে এখনও মেয়েদের যেমন চরিত্র, সেবাভাব, স্নেহ, দয়া, তুষ্টি ও ভক্তি দেখা যায়, পৃথিবীর কোথাও ত তেমন দেখলুম না I \arca (tasito) মেয়েদের দেখে আমার অনেক সময় স্ত্রীলোক বলেই বোধ হ’ত না-ঠিক যেন পুরুষ মানুষ ! গাড়ী চালাচ্ছে, আফিসে বেরুচ্ছে, স্কুলে যাচ্ছে, প্রফেসারী কচ্ছে ! একমাত্র ভারতবর্ষেই মেয়েদের লজ্জা, বিনয় প্রভৃতি দেখে চক্ষু জুড়ায়। এমন সব আধার পেয়েও তোরা এদের উন্নত কত্তে পারলিনে ! এদের ভিতরে জ্ঞানালোক দিতে চেষ্টা কবুলিনে ! ঠিক ঠিক শিক্ষা পেলে এরা ideal (আদর্শ) স্ত্রীলোক হতে পারে। মহাশয়, মাতাজী ছাত্রীদিগকে যে ভাবে জ্ঞান শিক্ষা দিতেছেন, তাহাতে কি ঐ রূপ ফল হইবে ? এই সকল ছাত্রীরা বড় হইয়া বিবাহ করিবে, এবং উহার অল্পকাল পরেই অন্য সকল স্ত্রীলোকের মত হইয়া যাইবে । মনে হয়। ইহাদিগকে ব্ৰহ্মচৰ্য্য অবলম্বন করাইতে পারিলে, তবে ইহারা সমাজের এবং দেশের উন্নতিকল্পে জীবনোৎসর্গ করিতে এবং শাস্ত্রোক্ত উচ্চ আদর্শ লাভ করিতে পারিত। স্বামিজী । ক্রমে সব হবে। দেশে এমন শিক্ষিত লোক এখন জন্মায় নি, মৃত্যুর সমাজ-শাসনের ভয়ে ভীত না হয়ে নিজের মেয়েদের অবিবাহিতা রাখতে পারে। এই দেখনো-এখনও মেয়ে বার তের বৎসর পেরুতে না পেরুতে লোকভয়ে –RNESCF at fG Core i eg ofrn consent ዓbr