পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, बांधि-निशा-जश्वांग। দিলে সেই মেয়েদের যে সন্তান-সন্ততি জন্মাবে, তাদের দ্বারা দেশের কল্যাণ হবে। তােদের যে ঘরে ঘরে এত বিধবা তার কারণ হচ্ছে-এই বাল্যবিবাহ। বাল্য-বিবাহ কমে গেলে বিধবার সংখ্যাও কমে যাবে। শিষ্য। কিন্তু মহাশয়, আমার মনে হয়, অধিক বয়সে বিবাহ দিলে মেয়ের গৃহকাৰ্য্যে তেমন মনোযোগী হয় না । শুনিয়াছি কলিকাতায় অনেক স্থলে শাশুড়ীরা রাধে ও শিক্ষিতা বধূরা পায়ে অলিত পরিয়া বসিয়া থাকে । আমাদের বাঙ্গালা দেশে ঐ রূপ। কখনও হইতে পায় না । স্বামিজী। ভাল মন্দ সব দেশেই আছে । আমার মতে সমাজ সকল দেশেই আপনা। আপনি গড়ে । অতএব বাল্য-বিবাহ তুলে দেওয়া, বিধবাদের পুনরায় বে দেওয়া প্ৰভৃতি বিষয় নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নাই। আমাদের কাৰ্য্য হচ্ছে স্ত্রী, পুরুষ, সমাজের সকলকে শিক্ষা দেওয়া ; সেই শিক্ষার ফলে তারা নিজেরাই কোনটা ভাল, কোনটা মন্দ, সব বুঝতে পারবে, ও আপনারাই মন্দটা করা ছেড়ে দিবে। তখন আর জোর করে সমাজের কোন বিষয় ভাঙ্গতে গড়তে হবে না । শিষ্য। স্ত্রীলোকদিগের এখন কিরূপ শিক্ষার প্রয়োজন ? बांबिकी। १, निम्र, देिखांन, चत्रकब्र, ब्रकन, শেলাই, শরীরপালন-এই সকল বিষয়ের স্থূল স্থূল মৰ্ম্মগুলিই মেয়েদের শিখান উচিত। নভেল নাটক ছুতে দেওয়া উচিত নয়। মহাকালী পাঠশালাটী অনেকটা ঠিক পথে চলিতেছে; তবে tYo