পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিবেদন । করুণাময় জগদীশ্বরের কৃপায় এতদিনে স্বামিজীর জীবনী সমাপ্ত হইল, এজন্য তঁহাকে শত সহস্রাবার প্রণাম করিতেছি। স্বামিজীর জীবনালেখাখানি সৰ্ব্বাঙ্গসুন্দর ও সুচিত্ৰিত করিবার জন্য যথাসাধ্য প্ৰয়াস পাইয়াছি ; কিন্তু এ মহান চুরিত্রের সম্পূর্ণ অবধারণ করিতে কৃতকাৰ্য্য হইয়াছি। এরূপ স্পৰ্দ্ধা কিছুতেই করিতে পারি না। এরূপ বিরাষ্ট্র ও কঠিন কাৰ্য্যে হস্তক্ষেপ করা মাদৃশ মূঢ় ও অল্পবুদ্ধি ব্যক্তির পক্ষে নিতান্ত দুঃসাহসেয় পরিচয় সন্দেহ নাই। তবে বঙ্গভাষায় স্বামিজীর অনাড়ম্বর, নির্ভরযোগ্য অথচ প্রকৃত তথ্যপূর্ণ একখানিও সুবিস্তৃত জীবনী না থাকাতে বন্ধীয় পাঠকবৃন্দের সমক্ষে তাহার জীবনীলেখক রূপে উপস্থিত হইবার সৃষ্টত প্ৰকাশ করিয়াছি। আশা করি শুধু উদ্দেশ্যের প্রতি লক্ষা রাখিয়া সহৃদয় সুধীবৃন্দ। এ অধমকে মার্জনা করিবেন। এই খণ্ডের জন্য আমি ‘স্বামিশিষ্য-সংবাদ” ও “ভারতে বিবেকানন্দ” এই উভয় গ্রন্থের নিকট যথেষ্ট ঋণী। ইংরাজী গ্রন্থের ৪র্থ ভাগের অনেক স্থলই ইহাদিগের অনুবাদ মাত্র। সেজন্য স্থানে স্থানে প্রত্যনুবাদ করা অপেক্ষা মূল গ্রন্থের অংশবিশেষ উদ্ধত করাই সঙ্গত ও সমীচীন বোধ করিয়াছি। আশা করি পাঠকগণও এ বিষয়ের যুক্তিযুক্ততা বুঝিতে পরিবেন। এই খণ্ডের আয়তন অন্যান্য খণ্ডাপেক্ষা দ্বিগুণ বৰ্দ্ধিত হওয়াতে এবং কাগজ ও মুদ্রাঙ্কণের ব্যয়ভার পূর্বাপেক্ষা অধিক হওয়াতে ইহার মূল্য যৎসামান্য বুদ্ধি করিতে হষ্টল এবং বাহুল্যভয়ে স্বামি