পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তর ভারতে প্রচার। সাদ্ধ দুই মাসকাল আলমোড়াম অবস্থানের পত্ৰ স্বামিজীী পঞ্জাব ও কাশ্মীবের অধিবাসিগণেশ অনুবোধে “ব্বতভূমি ত্যাগ কবিন্য নিয়ে আগমন কবিলেন ও নামস্থানে প্ৰমণ করিতে লাগিলেন। এই সমলে তিনি ইংৰাজীতে অধিক বক্তৃতা দেন। নাই, অধিকাংশ বক্তৃতাই হিন্দীতে দিয়া ছিলেন। কিন্তু সে সকলের বিপোট সংগ্ৰহ কবিতে পাবা যায নাই । সমাগত ভদ্রলোকদিগের সহিত যথেষ্ট চর্চা হইত এবং যেখানে যাইতেন সেইখানেই ছাত্ৰগণেব মধ্যে বিশেষভাবে কাৰ্য্য করিতে প্ৰয়াস *াইতেন। ৯ই আগষ্ট তারিখে তিনি বেরিলিতে উপনীত হইলেন। এস্থানে চালি দিবস থাকিযা আয্যসমাজ প্রতিষ্ঠিত অনাথালয় পরিদর্শন ও শাবীবিক অসুস্থতা সত্ত্বেও অনেক সন্ত্রান্ত লোককে ধম্মের সাবতন্ত্র সম্বন্ধে উদ্দীপনা পূর্ণ উপদেশ দিয ১২ই আগষ্ট রাত্ৰি ১১টাব গাড়ীতে অম্বালায় গমন করিলেন। বেবিলিতে তিনি স্বামী আচুত্যুতানন্দ নামক আৰ্যসমাজের জনৈক প্রচারককে বলিষাছিলেন যে তিনি অব পােচ ছত্ষ বৎসর মাত্র জীবিত থাকিবেন। উপযুপরি এই বিষযেব উল্লেখ দেখিলে মনে হয, তিনি যেন এই সময় হইতে কতকটা স্পষ্টই বুঝিতে গারিয়াছিলেন যে তঁাহার লীলা সংবরণের আর অধিক বিলম্ব নাই। আর বাস্তবিক এ অনুমান মিথ্যাও হয় নাই, কারণ ১৯০২ সালের ৪ঠা জুলাই স্বামিজীর দেহত্যাগ হয়। ዓ & S