পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । অতিশয় স্নেহপূর্ণস্বয়ে বলিলেন ‘হঁারে মতি, তুই কি পাগল হয়েছিস্ নাকি ? আমি কি হয়েছি ? আমিও সেই নিয়েন, আর তুইও সেই মতি।” স্বামিজী এরূপভাবে কথাগুলি বলিলেন যে, মতিবাবুর সমুদয় সঙ্কোচ দূর হইয়া গেল।” ( ভারতে বিবেকানন্দ) স্বামিজীী লাহোরে ১০১১ দিন মাত্র ছিলেন । ধ্যানসিংহের হাবেলিতে প্ৰথম দিনের বক্তৃতার আযোজন হয়। বিষয় ছিল “আমাদের বর্তমান সমস্যাসমূহ’ ( The problems before us ) কিন্তু স্বামিজী বক্তৃতা করিবেন শুনিয়া প্ৰায্য ছয় সহস্রেরও অধিক লোকসমাগম হয এবং স্থানাভাব্যবশতঃ এত অধিক গোলমাল হইতে থাকে যে, স্বামিজী যতদূর সাধ্য উচ্চৈঃস্বরে বক্তৃতা করিয়াও সভায় নিস্তব্ধতা আনয়নে সমর্থ হইলেন না । সুতরাং তিনি দেড় ঘণ্টা ধভুক্তৃতার পর বক্তব্য বিষয় অসম্পূর্ণ রাখিয়াই আসন পরিগ্ৰহ করিতে বাধ্য হইলেন । এই বক্তৃতা পরে “হিন্দুধম্মের সাধারণ ভিত্তি সমূহ’ ( Common basis of Hinduism ) İÇal ertifi ve z: শুক্রবার দিন উক্ত বক্তৃতার পর মঙ্গলবার প্রফেসর বোসের বেঙ্গল সার্কাসের ক্রীড়াভূমিতে দ্বিতীয় বক্তৃতার আযোজন হইল। এটী ‘ভক্তি” বিষয়ক বক্তৃত। স্বামিজী পুরাণাদির স্বপক্ষে অনেক প্রমাণ প্রয়োগ করিয়া শেষে প্রত্যেক ব্যক্তিকে নারাযণ জ্ঞানে দরিদ্রেয় সেবা করিতে উপদেশ দিলেন । কিন্তু এ বক্তৃতাও অসম্পূর্ণ অবস্থায় বন্ধ হয়, কারণ সেদিন সার্কাসের ক্রীড়া প্রদর্শনের দিন ছিল ; মতিবাৰু স্বামিজীকে Գ ԳՀց