পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তম ভারতে প্ৰচায়। ভক্ত শিষ্যগণ যে তঁহাকে পুনঃ পুনঃ আহবান করিতেছিলেন। তঁহাদের অনুরোধ উপেক্ষা করা চলে না । সুতরাং তিনি ৪৫ দিনের জন্য আলোয়ারে গিয়া থাকিলেন ও এক আধট বক্তৃতাও করিলেন। আলোয়ার মহারাজের একটী বাটী তঁহার ও সঙ্গী শিষ্যগণের থাকিবার জন্য নির্দিষ্ট হইয়াছিল। মহাবাজ স্বয়ং কাৰ্য্যানুরোধে স্থানান্তবে ছিলেন ঘটে, কিন্তু বাজ্যের প্রধান প্ৰধান কৰ্ম্মচারি ভক্তিশিষ্যগণের যত্নে তঁহার অভ্যর্থনা বা সেবার কোনরূপ ক্ৰেটী হয় নাই। কিন্তু ইহা অপেক্ষ তাহার হৃদযে অধিকতর আনন্দের সঞ্চার হুইল, প্ৰব্ৰজ্যাকালের বন্ধুদিগের দর্শনালাভে । এখানে দু’ একটি ক্ষুদ্র ঘটনা ঘটে, যাহা হইতে আমরা তঁহার অন্তঃকরণের মহত্ত্ব ও সাধারণের প্রতি অহৈতুকী প্রেমের পরিচয় পাই। তিনি রেলওয়ে ষ্টেশনে নামিয়াছেন। চতুর্দিকে বড় বড় লোকের ভিড় । সকলেই তঁাহাকে অভ্যর্থনা সমুৎসুক। তিনি কিন্তু তাহার মধ্যে একজন পুরাতন ভক্তকে দীনহীন বেশে দুরে একপার্থে দাড়াইয়া থাকিতে দেখিয়া লোকলজ্জা বা সভ্যতার আদব কাঢ়া মা মানিয়া উচ্চক্ষুণ্ঠ “রামস্নেহী’ ‘রামমোহী’ বলিয়া ডাকিতে লাগিলেন। সেই লোকই বটে। অনেক হােমরাও চোমরাও বড় লোককে ঠেলিয়া ফেলিয়া তাহাকে, দিকটি আনাইলেন এবং পূৰ্ব্বেকার মত প্ৰাণ খুলিয় তাহার সহিত আলাপ করিতে প্ৰবৃত্ত হইলেন। মান্দ্ৰাজেও এই রকম আমার একটি ঘটনা ঘটিয়াছিল। তিনি একটা বিরাট মিছিলের মধ্যে - গাড়ী করিয়া যাইতেছেন, হঠাৎ ዓኳ”ጓ