পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীলাম্বর বাবুর বাগানে। ১৮৯৮ সালের জানুয়ারীর মধ্যভাগে স্বামিজী খাণ্ডোয়া হইতে কলিকাতায় প্রত্যাগত হইলেন। জানুয়ারী হইতে অক্টোবরের মধ্যে যে সকল ঘটনা ঘটে তাহ সংক্ষেপে এই ভাবে বর্ণনা করা যাইতে পারে। ৩০শে মার্চ বায়ুপরিবর্তনের জন্য দাৰ্জিলিং গমন ও ৩রা মে কলিকাতায় প্ৰত্যাবৰ্ত্তন। এক সপ্তাহ পরে অর্থাৎ ১১ই মে কয়েকজন গুৰুভ্ৰাতা এবং এদেশীয় ও পাশ্চাত্য শিষ্যগণ সমভিব্যাহারে আলমোড়া যাত্রা। তথায ১০ই জুন পয্যন্ত অতিবাহিত করিয়া কাশ্মীর ভ্রমণে গমন। কাশ্মীরে অক্টোবরের মধ্যভাগ পৰ্যন্ত থাকিয়া ১৮ই অক্টোবর কলিকাতায় পুনরাগমন। এই সমযে মঠ আলমবাজার হইতে বেলুড় গ্রামে নীলাম্বর মুখোপাধ্যায় মহাশয়ের উদ্যানবাটীতে উঠিয়া যায়। কলিকাতায় অবস্থান কালে পূৰ্ববৎ সকলের সহিত দেখা সাক্ষাৎ, আলাপ পরিচয়ু, ধান ধারণা, অধ্যয়ন, সন্ধীৰ্ত্তন এবং গল্প উপদেশাদির দ্বারা স্বামিজী স্বীয় ভােব প্রচার করিতে লাগিলেন। ৬ই ফেব্রুযারী * শুভ পূর্ণিমা তিথিতে তিনি রামকৃষ্ণপুরে

  • গ্লযুক্ত শবচ্চন্দ্র চক্ৰবৰ্ত্তী মহােশ্য বলেন, নবগোপাল বাবুৰ বাটীতে ঠাকুর প্রতিষ্ঠা ১৮৯৮ সালে নহে, ১৮৯৭ সালেব ফেব্রুষাৰীতে (স্বামিশিষ সংবাদ পূৰ্ব্বভােগ চতুৰ্থ বল্পী)।

bro