পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । হইয়া উঠিলেন। এই সময়ে একটি ঘটনা ঘটে, যাহা এখানে উল্লেখ করা আবশ্যক। কিছুদিন পূর্ব হইতে স্বামিজীর ভাব অবলম্বনে ও তঁহার মান্দ্ৰাজী শিষ্যগণের অর্থসাহায্যে রাজাম আয়াব নামক একজন শক্তিশালী মান্দ্ৰাজী যুবক লেখকেরাসম্পাদকতায্য ‘প্ৰবুদ্ধ ভারত” নামক একখানি ইংরাজী সংবাদপত্ৰ প্ৰকাশিত হইতেছিল। কিন্তু সম্প্রতি উক্ত সম্পাদকের পরলোকপ্ৰাপ্তিতে কাগজখানি উঠিয়া গিযাছিল। স্বামিজী ইহাতে একটু দুঃখ অনুভব করেন, কারণ তিনি এই কাগজখানিকে ভাল বাসিতেন এবং তঁহার বরাবর ইচ্ছা ছিল তাহার গুৰুভ্ৰাতা ও শিষ্যগণেব দ্বারা ইংরাজী ও দেশীয় ভাষায় কতকগুলি শিক্ষাপ্ৰদ সাময়িক পত্রিকা প্ৰকাশিত হয়। এমন কি একখানি দৈনিক পত্ন পরিচালন করিবার সঙ্কল্পও বহুদিন হইতে র্তাহার মাথাষ ছিল, কিন্তু তাহা কাৰ্য্যে পরিণত হয় নাই। এক্ষণে মিঃ সেভিয়ার ঐ কাগজখানি পুনরায় চালাইবার জন্য আবশ্যক।ানুযায়ী ব্যয়ভার বহন করিতে রাজী হইলেন। স্থির হইল, স্বরূপানন্দের সম্পাদকত্বে ঐ কাগজখানি অনতিবিলম্বে আলমোড়া হইতে প্রকাশিত হইবে এবং সেভিয়ার সাহেব তাহার কাৰ্য্যাধ্যক্ষ হইবেন। এই বন্দোবস্তে স্বামিজী আনন্দিত হইয়া ১১ই জুন তারিখে কাশ্মীর যাত্ৰা করিলেন। br@8