পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । বাস ও মৌনাবলম্বনই আত্মোন্নতির প্রধান উপায়। স্বামিজী নিজেও বলিতেন ‘প্ৰাচ্য ও পাশ্চাত্যের ভাবে কত প্ৰভেদ দেখা । ও দেশের লোক মনে করে ২০ বৎসব একলা বাস কবলে লোক ক্ষেপে যায়, আমাদের দেশে কিন্তু সংস্কার যে অন্ততঃ ২০ বছর নির্জনে না থাকুলে কোন লোক আত্মভাবে প্ৰতিষ্ঠিত হ’তে পারে না ।” শ্ৰীনগর থেকে মাঝে মাঝে এদিক ওদিকেও যাওযা হ’ত। ১৯শে জুন তখতি-ই-সুলেমানেব মন্দির দেখিতে যাওয়া হইল। তিন হাজার ফিট উচু একটা ছোট পাতাড়েব চুড়ার উপর এ মন্দির। এখান থেকে সমুদয় কাশ্মীরটা বেশ দেখতে পাওয়া যায়। স্বামিজী বলিলেন “দেখ, মন্দিরের জায়গা নিৰ্বাচন বিষয়ে হিন্দুদের কি দক্ষতা ! মন্দিরগুলি সবই প্ৰায় এমন জায়গায় যেখানটা দেখতে খুব চমৎকার।’ উদাহরণস্বরূপ তিনি হরিপর্বত ও মার্জণ্ডেয় মন্দিরের কথা উল্লেখ করিলেন। নীল জলরাশির মধ্য হইতে লোহিতাভ হরিপর্বত উঠিয়াছে, যেন মুকুট পরিয়া একটি অৰ্দ্ধশাষিত সিংহ অবস্থিত, আর মার্জণ্ডের মন্দিরের পাদমূলে একটী উপত্যক বিরাজমান। ৪ঠা জুলাই স্বামিজী একটু ছোট রকমের কৌতুকের আয়োজন করিলেন। ঐ তারিখে আমেরিকা স্বাধীন হইয়াছিল, সুতরাং এটি আমেরিকার একটি জাতীয উৎসবের দিন। স্বামিজী তাহার আমেরিকান শিষ্যদিগকে কিছু না বলিয়া একটি ব্ৰাহ্মণ দরজীর সাহায্যে গোপনে খাবার নৌকার দরজার উপর তুলা দিয়া ডোরা দাগ ও তারকা চিকু অঙ্কিত আমেরিকার bᏅᎲᎸ