পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামিজী ও নাগমহাশয়। এই সময়ে পূর্ববঙ্গের ভক্তশ্রেষ্ঠ নাগমহাশয় * তাহার জন্মস্থান সুদূর দেওভোগ হইতে স্বামিজীকে দর্শন করিতে মঠে আসিয়াছিলেন। এই দুই মহাপুরুষের মিলানদৃশ্য বড় অপরূপ হইয়াছিল। একজন প্ৰাচীন গাৰ্হস্থ্য ধৰ্ম্মের সর্বশ্রেষ্ঠ আদর্শ, আর একজন নবীন সন্ন্যাসমার্গের জ্বলন্ত ছবি, একজন ভগবৎপ্রেমে আত্মহারা, আর একজন মানুষের মধ্যে প্রসুপ্ত ভগবানকে বিকালুর চিন্তায় আত্মহারা ; তবে ত্যাগ, বৈরাগ, গুরুভক্তি এ সকল বিষয়ে উভয়েই একরূপ। স্বামিজী নাগমহাশয়কে প্ৰণাম করিয়া কুশল জিজ্ঞাসা করিলে নাগমহাশয় বলিলেন ‘আপনাকে দর্শন কক্‌তে আইলাম! জয় শঙ্কর ৷ জয় শঙ্কর ৷ সাক্ষাৎ শিবদর্শন হ’ল’

  • নাগমহাশয় শ্ৰীশ্ৰীীরামকৃষ্ণদেবের একজন গৃহী শিস্য। ইহার স্থায় অদ্ভুত ভক্তি ও বিশ্বাস জগতে দুলভ। ঠাকুরের প্রসাদ বলিয়া দেওয়াতে ইনি একবার ভোজ্যের সহিত কলাপাত পৰ্যন্ত উদারস্থ করিয়াছিলেন এবং পিতৃবাক্যের মৰ্যাদা রক্ষার্থ উলঙ্গ হইয়া মৃত ভেকদেহ চৰ্ম্মণ করিয়াDBB DDB BBDBBDY S DDB DBD DYY K SDS BB DBD খাইতেন না, অথচ অতিথি সৎকারের জন্য গৃহের খুটি জ্বালাইয়া পাক করিয়াছিলেন এবং একটিমাত্র গৃহ থাকাতে অতিথিকে স্বীয় শয়ন গৃহে স্থান দিয়া সপত্নীক সমস্ত রাত্রি ঘোর দুৰ্য্যোগে গৃহের বাহিরে কাটাইয়াছিলেন। খ্ৰীযুক্ত শরচ্চন্দ্র চক্ৰবৰ্ত্ত মহাশয় প্রণীত ‘সন্ধু মাগমকাশয়" নামক পুস্তকে তাহার বিস্তৃত জীবনী প্রদত্ত হইয়াছে।

dbr