পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিংহলে । ভগবানকে শিব, বিষ্ণু বা বুদ্ধ যে নামেই পূজা কর না কেন, তিনি এক ব্যতীত দুই নহেন, সুতরাং বিভিন্ন ধৰ্ম্মাবলম্বীর মধ্যে পরস্পরের প্রতি সহিষ্ণুতা ও সহানুভূতি থাকা অত্যাবশ্যক।” অনুরাধাপুর হইতে জাফনা ১২০ মাইল। কিন্তু রাস্তা ও ঘোড়া উভয়েরই অবস্থা শোচনীয় বলিয়া অতি কষ্ট্রে যাইতৃে হইল । কেবল পথেব মনোলোভা শোভাষ এ কষ্ট তত গায়ে লাগিল না । যাহা হউক, পথে দুইবান্ত্ৰি কাহারও নিদ্রা হয়। নাই। মধ্যে ভাভেনিষ নামক স্থানেৰ হিন্দু অধিবাসিগণ স্বামিজীকে এক অভিনন্দন প্ৰদান করিলেন । ইহঁরা স্বামিজীর দর্শনে অতীব অষ্ট হইযা আপনাদিগকে সৌভাগ্যবান বিবেচনা করিয়াছিলেন। স্বামিজীর মধুর স্বভাব, উদার ভাব ও নিঃস্বাৰ্থতা দেখিযা তাহারা মুগ্ধ হইয়াছিলেন। স্বামিজী সংক্ষেপে এই অভিনন্দনের উত্তীয় দিয়া সিংহলের সুন্দর বনাময় প্রদেশ দিয়া জাফনাভিমুখে অগ্রসর হইতে লাগিলেন। পরদিন প্ৰাতে সিংহল ও জাফনাদ্বীপের সংযোগসেতু “হস্তী গিরিবক্সে’ স্বামিজীকে এক অভ্যর্থনা প্ৰদত্ত হইল। জাফনা সহর হইতে ১২ মাইল অগ্ৰে উক্ত সহরের সন্ত্রাস্ত ও গণ্যমান্য একশত হিন্দু ভদ্রলোক যানাদি সহিত স্বামিজীর জন্য অপেক্ষা করিতেছিলেন। অবশিষ্ট পথ তাহারা স্বামিজীকে সঙ্গে করিয়া লইয়া গেলেন । সহরের প্রত্যেক পথ ও গৃহ তীহার আগমনোপলক্ষে নানারূপে সজ্জিত করা হইয়াছিল। সায়ংকালে যখন সারবন্দী মসালের আলো জলিয়া স্বামিজীকে হিন্দুকলেজের প্রাঙ্গণে লইয়া যাওয়া হইল, তখন সে দৃশ্য অতি হৃদয়গ্ৰাহী হইল। এই স্থানে $8.