পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । নামক স্থানে কাৰ্য্য আরম্ভ করিলেন। বেদান্ত সমাজগৃহেও তিনি নিয়মমত বক্তৃতা দিতে লাগিলেন ও পরে ম্যাসাচুসেটসের অন্তর্গত কেন্বিজ সহরে অনেক হিতকর কার্য্য করেন। ৮ই নবেম্বর মঙ্গলবার স্বামী বিবেকানন্দ নিউইয়র্কে প্রথম সাধারণের সমক্ষে উপস্থিত হইলেন । স্বামী অভেদানন্দ তাহার সহিত অনেক নূতন সভে্যুর পরিচয় করিয়া দিলেন। তঁহাদের একান্ত অনুরোধে সেই রাত্রেই স্বামিজী একটি সাধারণ অধিবেশনের সভাপতিত্ব গ্ৰহণ করিলেন। ১০ই তারিখে সাধারণের পক্ষ হইতে বেদান্ত সোসাইটির লাইব্রেরীতে র্তাহাকে সম্বৰ্দ্ধনা করা হইল। এই উপলক্ষে স্বামিজী অনেক পুরাতন বন্ধু ও ভক্তের সাক্ষাৎ পাইয়া পরিতুষ্ট হইলেন। এতদ্ব্যতীত আরও অনেক ভক্ত আসিয়াছিলেন যাহারা লোকমুথে তাহার নাম, কাহিনী ও খ্যাতি শুনিয়া বা তদ্রচিত পুস্তকাদি পাঠ করিয়া তাহার দর্শনলাভের জন্য উৎসুক হইয়াছিলেন। পুরাতন বন্ধুরা একটি অভিনন্দন প্ৰদান করিলে তিনি তাহার যথাবিধি উত্তর প্ৰদান কালে বলিলেন, তঁহাদের প্রতি তঁহার হৃদয়ভাব :স্বপূৰ্ব্ববৎ অবিকৃত স্নেহ পরিপূর্ণ আছে। নিউইয়র্কে দুই সপ্তাহ অবস্থিতি করিয়া ও তৎকালমধ্যে নিকটবৰ্ত্তী অন্যান্য সহরে গতায়াত করিয়া স্বামিজী ২২শে নভেম্বর কালিফর্নিয়া যাত্ৰা করিলেন। পর্থে চিকাগোর পূৰ্ব্বতন বন্ধুদিগের সাগ্ৰহ আহবানে তিনি কিয়দিন তাহাদিগের নিকট অতিবাহিত করিলেন ও সানন্দে তৎপ্রদত্ত অভিনন্দনাদি , গ্ৰহণ করিলেন। তারপর ডিসেম্বরের প্রথমেই কালিফর্নিয়া କଣ୍ଠା};"